পাওনাদার ও অভাবগ্রস্থ হোজ্জা

৯৬৯ পঠিত ... ১৯:০৮, আগস্ট ০৪, ২০১৬


নাসিরুদ্দিন এক পড়শির কাছে গিয়ে হাত পাতল। এক গরিব তার দেনা শোধ করতে পারছে না। তার সাহায্যে যদি কিছু দেন।
পড়শির মনটা দরাজ, সে খুশি হয়ে তার হাতে কিছু টাকা দিয়ে বলল, ‘আহা বেচারি! এই ঋণগ্রস্ত অভাগাটি কে, মোল্লাসাহেব?’
আমি’, বলে নাসিরুদ্দিন হাওয়া।
কিছুদিন পরে নাসিরুদ্দিন আবার সেই পড়শির কাছে এসে হাত পেতেছে। পড়শি একবার ঠকে সেয়ানা হয়ে গেছে। বললেবুঝেছি। দেনাদারটি এবারও তুমিই তো?’
আজ্ঞে না। বিশ্বাস করুন। এবার সত্যিই আমি না।
পড়শির আবার মন ভিজল। নাসিরুদ্দিনের হাতে টাকা দিয়ে বলল, ‘এবার কার দুঃখ দূর করতে যাচ্ছ মোল্লাসাহেব?’
আজ্ঞে, আমার।
কীরকম?’
আজ্ঞে এই অধম এবার পাওনাদার।

৯৬৯ পঠিত ... ১৯:০৮, আগস্ট ০৪, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top