এবার তাহসানের আলো গান গাইলো বিড়াল

৩৯১ পঠিত ... ১৫:৪৬, মে ১৮, ২০২৪

25

বাংলাদেশি তারকা তাহসানের খুবই জনপ্রিয় গান ‘আলো’। একটা সময় ছেলে-মেয়ে, বুড়ো, জোয়ান সবার মুখে মুখেই ঘুরত এই গান। ফেসবুক, ইউটিউবে এই গানের আছে শত শত কাভার। এছাড়াও ছ্যাঁকা খাওয়ার প্রথম রিঅ্যাকশন হিসেবে এই গানের একসময় ব্যাপক জনপ্রিয়তাও ছিল।  

সম্প্রতি একটি বিড়ালের কণ্ঠে শোনা গেছে তাহসান খানের এই গান। উইটিজেনজি নামের একটি ফেসবুক পেজে বিড়ালের গাওয়া এই গানটি আপলোড করা হয়।

গানটি শুনতে পারেন এখান থেকে…

 

৩৯১ পঠিত ... ১৫:৪৬, মে ১৮, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top