চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট!

৬০৫ পঠিত ... ২১:২৮, জুন ০৮, ২০২১

মন চায় ঠাডায়া একটা চটকনা দেই! প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান কিংবা রাজনীতিবিদদের ব্যাপারে হয়তো এমন অনেকেই ভাবেন (মনে মনে, এসব কি কাউকে বলা যায়!)। তবে সত্যি সত্যিই প্রেসিডেন্টকে চড়?

কোভিড–১৯–এর ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করা ফ্রান্সের কিছু বাসিন্দার সাথে কুশল বিনিময় করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। প্রেসিডেন্ট হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিলে দেখা করতে আসা জনতার মধ্যে একজন তার মুখে বসিয়ে দেন চড়।
মঙ্গলবার ৮ জুন ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোমে এলাকায় এ ঘটনা ঘটেছে বলে আল–জাজিরার প্রতিবেদনে জানা যায়।

এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভি ও আরএমসি রেডিও জানিয়েছে।

৬০৫ পঠিত ... ২১:২৮, জুন ০৮, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top