বিবাহিতদের বেলায় Mrs, অবিবাহিতদের বেলায় Miss, তাহলে Ms. মানে কী?

৩৩৩৬১ পঠিত ... ১৩:৩৫, ডিসেম্বর ২৮, ২০২০

ইংরেজিতে নামের আগে বিভিন্ন টাইটেল যোগ করা হয়। যেমন- Dr. মানে ডাক্তার, Mr. মানে মিস্টার, Mrs. মানে মিসট্রেস, যদিও এটাকে এখন আর সেভাবে উচ্চারণ করা হয় না। কিন্তু তাহলে Ms. মানে কী?

উপরের টাইটেলগুলো সবগুলোই কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ। কিন্তু Ms. কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ নয়। বরং নারীদের টাইটেলে বিবাহিত নাকি অবিবাহিত, সেটি উল্লেখ করা এড়াতে এই টাইটেলটি বানানো হয়েছে। সাধারণত, অবিবাহিত নারীদের ক্ষেত্রে Miss এবং বিবাহিত নারীদের ক্ষেত্রে Mrs. টাইটেল ব্যবহার করা হয়। ১৯৮০র দশকে নারীবাদীদের ব্যাপক লবিং এবং প্রচারণার কারণে Ms. টাইটেলটি সর্বমহলে গ্রহণযোগ্যতা পাওয়া শুরু করে। 

কিন্তু এই টাইটেলটির উৎপত্তি কিন্তু আরও অনেক আগে, ১৯০১ সালে।  Springfield Sunday Republican পত্রিকা প্রস্তাব করে যে বৈবাহিক অবস্থা অজানা, এমন নারীদের ক্ষেত্রে Ms. টাইটেল ব্যবহার করা উচিত। কারণ তাদের জন্য নির্দিষ্ট কোনো টাইটেল না থাকায় বিভিন্ন জায়গা তারা যেমন বিব্রত হতো, একই সঙ্গে যারা তাদের নাম নিতো, তাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হতো। Ms.এর উচ্চারণ হবে Mizz বা মিজ, যা Miss এবং Missus এর মাঝামাঝি।

 

৩৩৩৬১ পঠিত ... ১৩:৩৫, ডিসেম্বর ২৮, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top