ভিনসেন্ট ভ্যান গগের সেরা ২০টি উক্তি

১০২৫৫ পঠিত ... ২১:২১, জুলাই ২৯, ২০২০

ভিনসেন্ট ভ্যান গগই কি সর্বকালের সেরা আর্টিস্ট? বিশাল বিতর্কের বিষয়। তবে পৃথিবীর আর কোনো আর্টিস্টকে না চিনলেও নিশ্চিত হওয়া যায়, পৃথিবীর অন্যতম সেরা এই আর্টিস্টের 'স্টারি নাইট' চিত্রকর্মটি আপনার অবশ্যই দেখা আছে। যদি আরেকটু জানাশোনা থাকে, ভ্যান গগের বিষণ্ণ জীবন, বেদনা ও মেলানকোলিতে ঢাকা ব্যক্তিত্বও আপনার মনে আচড় কেটে আছে নিশ্চয়ই। চলুন, পড়া যাক অসাধারণ এই আর্টিস্টের কিছু অসামান্য উক্তি।

 

১#
স্বাভাবিকতা একটা ইতিমধ্যে  তৈরি হওয়া রাস্তা: সেই রাস্তায় হাটা সহজ ও স্বস্তিদায়ক, কিন্তু কোনো ফুল সেখানে ফোটে না।  

২#
জীবনকে জানতে সবচেয়ে ভালো উপায় হলো বিচিত্র সব জিনিসকে ভালোবাসতে শেখা।  

৩#
মানুষকে ভালোবাসার মতো এতো শৈল্পিক আর কিছু হতে পারে না। 

৪#
অনেক চিত্রশিল্পী শূন্য ক্যানভাসকে ভয় পায়। অথচ শুন্য ক্যানভাসই বরং সেই শিল্পীকে ভয় পায় যিনি সাহসী, যিনি 'তুমি পারবে না' নামের কুসংস্কারকে জয় করতে পেরেছে৷ 

৫#
আমি আঁকার স্বপ্ন দেখি আর স্বপ্নকে আঁকি। 

৬#
মানুষকে ভালোবাসার মতো এতো শৈল্পিক আর কিছু হতে পারে না। 

৭#
আমার প্রায়ই মনে হয় দিনের চেয়ে রাত অনেক বেশি বর্ণিল ও জীবন্ত। 

৮#
বইয়ের দোকানগুলো আমাকে সবসময়ই মনে করিয়ে দেয় যে পৃথিবীতে ভালোর অস্তিত্ব আছে। 

৯#
সহজ হওয়া যে কি ভীষণ কঠিন! 

১০#
নিজের ক্ষেত্রে বলরে পারি, কোনো ব্যাপারেই আমি নিশ্চিত না, তবে আকাশের তারারা আমাকে স্বপ্ন দেখায়। 

১১#
সৌভাগ্যবশত, আমি ভালো করেই জানি যে আমি কী চাই।
এবং খুব তাড়াহুড়ো করে কাজ করি- এমন সমালোচনার ব্যাপারে আমি নির্লিপ্ত। জবাবে, ইদানিং আমি আরও তাড়াহুড়ো করে কাজ করছি। 

১২#
আমার অনেক দিনের স্বপ্ন চিত্রকর্মে বেঠিক, বিচ্যুত, এলোমেলো, ব্যাকর ভাঙা কাজ করা, বাস্তবতা বদলে ফেলতে শেখা, যাতে তারা এমন মিথ্যে হয়ে ওঠে যা আসলে আক্ষরিক সত্যের চেয়েও সত্যি। 

১৩#
সবচেয়ে সুন্দর কাজগুলোর একটি হলো অন্ধকার আঁকা, অবশ্য যে অন্ধকারে আলো আছে। 

১৪#
আমি ভেবেছি, লোকে আমার নির্বাক ভাষাই সবচেয়ে ভালো বুঝবে।

১৫#
সরল-সহজ মানুষেরা এমন অনেক কিছুই জানে যা এমনকি জ্ঞানী ব্যক্তিরাও জানে না। 

১৬#
শিল্পী হয়ে উঠতে বা শিল্প সৃষ্টি করতে ভালোবাসার প্রয়োজন।
অন্তত, যে তার শিল্পকর্মে আবেগ সঞ্চার করতে চায়, আগে নিজের সেই আবেগ অনুভব করতে হবে, যাপন করতে হবে। 

১৭#
ছোট ছোট অনেক কাজের সমন্বয়েই মহৎ কর্ম সম্পাদিত হয়। শিশিরসিক্ত একটা পাতার সৌন্দর্য তুলে ধরাও তাই গুরুত্বহীন নয়।  

১৮#
কিছুদিনের মধ্যেই ক্যাথেড্রাল না একে আমি মানুষের চোখ আঁকবো, কারণ মানুষের চোখে এমন কিছু আছে যা যতই বিশাল আর জাকজমকপূর্ণ হোক না কেন, ক্যাথেড্রালে নেই। আমার মনে হয়, মানুষের হৃদয়, তা হোক গরিব, ভিক্ষুক কিংবা কোনো রাস্তার লোকের অনেক বেশি আকর্ষণীয়।  

১৯#
নক্ষত্ররাজি আর আকাশের অসীমতাকে আপনি অনুভব করতে পারেন। যেহেতু জীবন, সমস্ত কিছুর পরেও, রূপকথার মতো। 

২০#
বেশির লোকের কাছে আমি কে? একজন অকর্মা, উদ্ভট, খ্যাপাটা মানুষ। সেই লোক সমাজে যার কোনো অবস্থান নাই, থাকবেও না। যদি তেমনটাই হয়ে থাকে, খুব ভালো। আমি আমার শিল্পকর্মের মধ্যে দিয়ে দেখিয়ে দিতে চাই, এই খ্যাপাটে লোকটারও, না-মানুষটিরও আছে সুন্দর একটি হৃদয়৷

১০২৫৫ পঠিত ... ২১:২১, জুলাই ২৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top