ইরফান খান সম্পর্কে যে ১০টি তথ্য আপনি নাও জানতে পারেন

৭৮৯৪ পঠিত ... ২২:৪৭, এপ্রিল ২৯, ২০২০

দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে অন্যভূবনে চলে গেলেন ভারতীয় অভিনেতা ইরফান খান। এই কিংবদন্তীকে নিয়ে ভক্তদে জিজ্ঞাসার শেষ নেই। চলুন জানা যাক সদ্য প্রয়াত গুণী এই অভিনেতার বিষয়ে জানা-অজানা কিছু ফ্যাক্ট। 

১#
ইরফান খানের আসল নাম শাহাবজাদে ইরফান আলী খান। ইরফানের ইংরেজি বানানে তিনি একটি অতিরিক্ত 'r' ব্যবহার করেন। ভাগ্য ফেরাতে কোন জ্যোতিষীর পরামর্শে তিনি এই কাজ করেননি! অতিরিক্ত 'r' ব্যবহার শুধু শ্রুতিমধুরতার জন্য।       

২#
ইরফান খান ক্রিকেটার হতে চেয়েছিলেন। অভিভাবক রাজি হননি। ভাগ্যের ফেরে ন্যাশনাল স্কুল অব ড্রামাতে স্কলারশিপ পেয়ে গেলেন। তারপর এমএ করলেন। যদিও 'মঞ্চে কাজের অভিজ্ঞতা আছে'-এই অসত্য তথ্য দিয়ে তিনি ভর্তি হন!     

৩#
মুম্বাইয়ে প্রথমে তিনি এয়ার কন্ডিশন মেরামতকারী হিসেবে কাজ শুরু করেন। জনশ্রুতি আছে যে, প্রথম দিন তিনি কাজে গিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার বাড়িতে।     

৪#
১৯৮৮ সালে অস্কার মনোনীত সিনেমা 'সালাম বোম্বে' দিয়ে তাঁর বলিউড যাত্রা শুরু। যদিও শ্যুটিংয়ের পর অধিক উচ্চতার কারণে তাঁর চরিত্রটি সংক্ষিপ্ত করে দেওয়া হয়!

৫#
'দ্য লাঞ্চবক্স' তাঁর অভিনয় জীবনে যোগ করেছে নতুন পালক। এটিই একমাত্র ভারতীয় সিনেমা যেটি টরেন্টো ফিল্ম ক্রিটিকস এসোসিয়েশন অ্যাওয়ার্ড জিতেছে।        

৬#
তিনি হলিউড, বলিউড, ব্রিটিশ এবং আমাদের দেশের সিনেমায় অভিনয় করেছেন। অথচ এই লোকটি একসময় বিরক্ত হয়ে অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন! কারণ, কোন সিনেমায় সফলতা পাচ্ছিলেন না।       

৭#
ক্রিস্টোফার নোলানের সিনেমায় অভিনয় করার জন্য বিশ্বের যেকোন অভিনেতা মুখিয়ে থাকেন। অথচ ইরফান খান তাঁকে 'না' করেছিলেন! সেটা আবার 'Interstellar' সিনেমায় অভিনয়ের প্রস্তাব। কারণ খান সাহেব তখন 'দ্য লাঞ্চবক্স' এবং 'ডি ডে' সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন।    

৮#
সিনেমার অবুঝ শিশুদের মতো তাঁর একটি 'সিনেম্যাটিক' ইচ্ছে ছিল। তিনি তাঁর মাকে টাকা ভর্তি একটি স্যুটকেস উপহার দিতে চেয়েছিলেন!        

৯#
তিনিই প্রথম ভারতীয় অভিনেতা যার অভিনীত দুটো ছবি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছে। স্লামডগ মিলিয়নিয়ার এবং লাইফ অব পাই।     

১০#
শাহরুখ খানের মতো তিনিও  আমেরিকার বিমানবন্দরে নাজেহাল হয়েছেন। কারণ তাঁর নামের সাথে ৩৩ বছর বয়সী একজন সন্ত্রাসীর নামের মিল ছিলো! 

 

আরও পড়ুন

ইরফান খান অভিনীত যে ১৫টি সিনেমা দেখতে পারেন

৭৮৯৪ পঠিত ... ২২:৪৭, এপ্রিল ২৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top