ইরফান খান অভিনীত যে ১৫টি সিনেমা দেখতে পারেন

৩৮২৩ পঠিত ... ২১:৫৮, এপ্রিল ২৯, ২০২০

ইরফান খান বলিউড, হলিউড, ব্রিটিশ, তেলেগু সব মিলিয়ে অভিনয় করেছেন সত্তরের বেশি সিনেমায়। টেলিভিশনেও অনেক কাজ।

এসব কাজের মধ্যে ক্যারেক্টার অ্যাক্টর হিসেবেই তাকে আপনি বেশি দেখতে পাবেন। তবে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ (অনেক সিনেমায়ই তাকে আপনি দেখবেন ৫, ১০ কিংবা ১৫ মিনিট স্ক্রিনটাইম) রোলগুলোতেও আপনি মুগ্ধ হওয়ার সুযোগ পাবেন। ক্যারিয়ারের প্রথম দিকে প্রচলিত ভাষায় 'নেগেটিভ' রোলগুলোতেও ইরফান দারুণ ছিলেন।

ইরফান খানের কোন ছবিগুলো আপনি দেখতে পারেন, হিন্দি সিনেমার নিয়মিত দর্শক হিসেবে পরামর্শ দেয়ার চেষ্টা করলাম। ইরফান খানের পারফরম্যান্স এবং কেমন সিনেমা, দুই মিলে ব্যালেন্স করতে হলো। অনেক বাজে সিনেমায়ও ভদ্রলোকের সুন্দর পারফরম্যান্স আছে, এড়িয়ে যেতে হইলো।

১# Haasil (2003)
ভিলেন হিসেবে ইরফানকে দেখার জন্য দেখতে পারেন। এই সিনেমার জন্য ইরফান খান জীবনের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। 'বেস্ট এক্টর ইন নেগেটিভ রোল' ব্যাপারটা অবশ্য কিছুদিন পর বিলুপ্ত হয়ে যায়।

২# Maqbool (2003)
বিশাল ভরদ্বাজের শেক্সপিয়র ট্রিলজির প্রথম পার্ট, ম্যাকবেথের এডাপশন। ম্যাকবেথ হিসেবে শেক্সপিয়রও ইরফানকে পছন্দ করতেন বলে আমার ধারণা।

৩# Life in a... Metro (2006)
এনসেম্বল কাস্ট, প্রচুর মানুষজন। তবে আরও নানান ভালো পারফরম্যান্সের মধ্যেও ইরফানকে খুঁজে পেতে আপনার কষ্ট হবে না। ইরফানের চরিত্রও সহজ, অভিনয়ও, এটা ভালো সিনেমা কোটায় দেয়া আর কি...

৪# The Namesake (2006)
লাইফ অফ পাইয়ের আগে আন্তর্জাতিক সিনেমায় ইরফানের সবচেয়ে 'নোন' কাজ দ্য নেমসেক। টাবু আর ইরফানের ভালো অভিনয়ের কম্পিটিশন দেখার জন্য দেখে ফেলতে পারেন।

৫# Billu (2009)
খুবই স্লো পেসড সিম্পল একটা গল্পরে হুদাই টাইনা লম্বা করা সিনেমা। শেষ ২০ মিনিটে শাহরুখ খানের সুন্দর একটি স্পিচ বাদে আর একটা কারণেই সিনেমাটা দেখা যাইতে পারে, ইরফান খানের দারুণ অভিনয়।

৬# Paan Singh Tomar (2012)
এই সিনেমার জন্য ঐ বছর সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান ইরফান খান। এর মানে অবভিয়াস, এইটা তো দেখবেনই!

৭# The Lunchbox (2013)
নওয়াজুদ্দিন সিদ্দিকীও আছে, জাস্ট ওয়াচ ইট!

৮# Haider (2014)
দশটা মিনিটের রোল ভাই, স্টিল আপনে তাকায়ে থাকবেন ওস্তাদের অভিনয়ে। এটাও ভালো সিনেমা কোটায়। (বাড়তি তথ্য: বিশাল ভরদ্বাজের শেক্সপিয়র ট্রিলজির তৃতীয় ও শেষ পার্ট। আমার মতে, One of the best hindi cinemas ever made, অনেকেই একমত হবেন!)

৯# PIku (2015)
ইরফানের চেয়ে অমিতাভ আর দীপিকার পারফরম্যান্সই এখানে আপনার নজরে বেশি আসার কথা। তবু ইরফানের একদম সিম্পল রোল একেবারে ন্যাচারালি করে যাওয়ার স্কিলও আপনার ভালো লাগতে পারে।

১০# Talvar (2015)
ব্যক্তিগতভাবে এটা আমার ইরফান খানের সবচেয়ে প্রিয় পারফরম্যান্স (সেরা বলেও মনে হয়)। সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত একটি 'মাস্ট ওয়াচ' সিনেমা। সিনেমায় রশোমন ইফেক্টের দারুণ ব্যবহারে আপনি নির্মম এক আনন্দ পাবেন।

১২# Madaari (2016)
এই সিনেমাটা আমি দেখিনাই, ইচ্ছা আছে দেখার। রিভিউ পড়ে মনে হয়, ভালো হইতে পারে।

১৩# Hindi Medium (2016)
এইটার কথা তো শুনছেনই, আলাদা কইরা বললাম না। দেইখা ফেলেন। চীনে ভয়ানক হিট হওয়ার সুবাদে এটাই ইরফান খানের সবচেয়ে বেশি পয়সা আয় করা সিনেমা (৩২২+ কোটি রুপি)।

১৪# Qarib Qarib Singlle (2017)
রম-কম (কম অংশ বেশি) হিসেবে ভালো। নেটফ্লিক্সে আছে, দেখা সহজ।

১৫# Angrezi Medium (2020)
বলা বাহুল্য, হিন্দি মিডিয়ামের সিকুয়াল। সরাসরি সিকুয়েল না, এটাকে বলে 'স্পিরিচুয়াল সিকুয়াল' (আগের ভালো সিনেমার ফেম বেইচা আবারো ব্যবসা করার ধান্দায় নির্মিত বিলো এভারেজ সিনেমা)। ইরফান খানের শেষ সিনেমা, এজন্যই দেখতে পারেন। আমি যদিও ইরফানের কন্যার চরিত্রে অভিনয় করা রাধিকা মদনের জন্য দেখব মনে হচ্ছে।

এগুলো দেখাপূর্বক জাজবা, কারওয়ান, সাত খুন মাফ- এই সিনেমাগুলোও দেখে ফেলতে পারেন। তবে এছাড়াও আপনি মাঝেমধ্যে দুয়েকটা হলিউড সিনেমা দেখতে দেখতে দেখবেন, হুট করে সামনে ইরফান খান চলে এসেছে! এই সারপ্রাইজগুলো পেতে সে কোন কোন হলিউড সিনেমায় আছে তা নিয়ে একদম ঘাটাঘাটি করবেন না যেন!

 

আরও পড়ুন

ইরফান খান সম্পর্কে যে ১০টি তথ্য আপনি নাও জানতে পারেন

৩৮২৩ পঠিত ... ২১:৫৮, এপ্রিল ২৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top