কার্টুনে ফুটবল, ফুটবলের কার্টুন!

৮৪০ পঠিত ... ১৭:৩৭, জুলাই ১৭, ২০১৮

ইংল্যান্ডের কাউন্টি ডারহ্যামের এক স্কুল শিক্ষক শখের বশে টুকটাক অভিনয় করতেন আর কণ্ঠশিল্পী হিসেবে কাজ করতেন। হঠাৎ একদিন তার মনে হল, ফুটবল নিয়ে কোন ভালো কার্টুন নেই। এদিকে নিজের প্রতিভার যথেষ্ট ব্যবহার না করা নিয়েও তার মনে ক্ষেদ ছিলো। তাই একদিন এক অ্যানিমেশন সফটওয়্যার ব্যবহার করে তিনি তৎকালীন লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারকে নিয়ে ‘দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্ব’ সিনেমাটির একটি দৃশ্যের চিত্রায়ন করেন। ইউটিউবে ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ২.২ মিলিয়ন ভিউ আছে। পরবর্তীতে সুয়ারেজকে নিয়েই তিনি আরেকটি ভিডিও বানান যাতে প্রায় ৭ মিলিয়ন ভিউ পড়ে।

কথা হচ্ছে ডিন স্টবার্টকে নিয়ে, যার ২০১৩ সালে চালু করা 442oons চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় দুই মিলিয়নের কাছাকাছি। বর্তমানে প্রায় দৈনিক ভিডিও আপলোড করা চ্যানেলটির মূল বিষয়বস্তু হলো ফুটবল। আগের রাতে হওয়া ম্যাচের ঘটনাবলি, দারুণ কোন গোল কিংবা ট্রান্সফার নিয়ে গুঞ্জন, সবই তুলে ধরা হয় ৫-৬ মিনিট দৈর্ঘ্যের অ্যানিমেটেড ভিডিওগুলিতে। মাঝে মাঝে ফুটবলকে উপজীব্য করেই জনপ্রিয় গানগুলির প্যারোডিও করা হয়। যেমন, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর ট্রান্সফার উইন্ডোতে এঙ্গেল ডি মারিয়া রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর রবি উইলিয়ামের বিখ্যাত গান ‘এঞ্জেলস’-র প্যারোডি করে ভিডিও বানানো হয়।

২০১৮ বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেরই রিভিউয়ের পাশাপাশি ম্যাচ চলাকালীন মজার ঘটনাগুলিও তুলে ধরা হয়েছে 442oons-এর ভিডিওগুলোতে। প্রায় একই রকম আরেকটি চ্যানেল হলো Just cartoons. ছোট ছোট ভিডিওর মাধ্যমে ম্যাচগুলোর রিভিউ দেয়া হয় প্রায় ১ লক্ষ ৬০ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলটি থেকে। মজার ব্যাপার হচ্ছে ভিডিওগুলিতে কোন কন্ঠ ব্যবহার করা হয়না, বরং আবহসঙ্গীত হিসেবে বিভিন্ন গান থাকে। এর মাঝে গত বিশ্বকাপে জাস্ট কার্টুনসের বিশ্বকাপ রিভিউর ভিডিওটিতে ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ সংগীতশিল্পী কিম তামারার গান ‘উই আর লিভিং ফর টুডে’, যেটি জাস্ট কার্টুনের বিশ্বকাপ থিম সং হিসেবে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল।

বিশ্বকাপ ছাড়াও পুরো বছরের ফুটবল ফলো করতে 442oons চ্যানেলটি চমৎকার। চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে প্রিমিয়ার লীগ, লা লীগা কিংবা সিরি এ, প্রতিটি ফুটবল টুর্নামেন্টই মজার মজার ভিডিওতে ফিচার করে থাকে চ্যানেলটি।

৮৪০ পঠিত ... ১৭:৩৭, জুলাই ১৭, ২০১৮

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top