চেনা রোনালদো, অচেনা রোনালদো

১১৯৩ পঠিত ... ২১:০৪, জুলাই ১৩, ২০১৮

বিশ্বকাপ শেষের পথে, শুরু হয়েছে ক্লাব ফুটবলে ট্রান্সফারের দামামা, কিছু দিনের মাঝেই জানালাটাও খুলে যাবে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরেই রিয়েল মাদ্রিদ ছাড়ার ব্যাপারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন। সেটি সত্য প্রমাণ করে তিনি এবার বেশ সস্তায়, ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাড়ি জমিয়েছেন ইতালির ক্লাব জুভেন্টাসে। প্রতি সপ্তাহে তার ব্যাংকে আরো জমা হবে ৫ লক্ষ ইউরো। মাদ্রিদের হয়ে খেলেছেন ৯ মৌসুম। করেছেন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ৪৫৪টি গোল। জিতিয়েছেন দুটি লিগ শিরোপা, দুটি কোপা ডেল রে। ঘরোয়া ফুটবলে মাদ্রিদ তেমন আহামরি কিছু না করতে পারলেও, রোনালদোর কাঁধে ভর করেই যেন শেষ পাঁচ মৌসুমে ৪বার ইউরোপ সেরা ক্লাব হয়ে রিয়াল মাদ্রিদ নিজেদের জাত আরও একবার ফুটবল বিশ্বকে চিনিয়েছে। ক্লাবের তো বটেই, বিশ্ব ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরাদের সংক্ষিপ্ততম তালিকাতে থাকবেন রোনালদো।

বর্তমানে খেলছেন এমন ধনী খেলোয়াড়দের মধ্যে তিনি ৩ নাম্বারে রয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি, ক্লাব বেতন, নিজের ব্যবসা মিলিয়ে দিনকে দিন তার সম্পদের পরিমান বেড়েই চলছে। দিনকে দিন তার সম্পদ বাড়লেও তিনি কিন্তু দানের ক্ষেত্রেও পিছিয়ে নেই। আসুন জেনে নেই রোনালদোর অজানা কিছু দানের খবর।

১# গোল্ডেন বুট যখন বিক্রি হয়ে যায়

২০১১ সালে ৪০ গোল করে জিতেছিলেন ইউরোপিয়ান গোল্ডন বুট। তিনি গোল্ডন বুট জিতলেও রিয়াল মাদ্রিদ লীগে দ্বিতীয় এবং চ্যাম্পিয়নস লীগে সেমিতেই বাদ পড়ে যায়। সেই গোল্ডেন বুটটি তার ট্রফি কেসে বন্দি করে না রেখে অপ্রত্যাশিত ভাবেই সেটা বিক্রি করে দেওয়ার জন্যে নিলামে তুলেন। সেটি ১.২ মিলিয়ন ইউরোতেও বিক্রিও হয়ে যায়। কেন বিক্রি করেছিলেন জানেন? যুদ্ধ বিধস্ত গাজা উপত্যকায় বাচ্চাদের স্কুল তৈরির জন্য।

২# রোনালদোর ব্যালন ডি’অর যখন হাজার শিশুর মুখে হাসি ফোটায়  

কোন ফুটবলার ব্যালন ডি'অর জিতলে তিনি নিজে তো অবশ্যই খুশি হবেন। কিন্তু রোনালদোর ব্যালন ডি'অর জয় হাসি ফুটিয়েছিল হাজারো শিশুর মুখে। 'মেক এ উইশ ফাউন্ডেশন' এর জন্যে ২০১৩ সালে পাওয়া ব্যালন ডি’অর  ২০১৭ সালে লন্ডনে নিলামে তুলেন। সেই ব্যালন ডি’অর ৫৩০০০০ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়। বিক্রির অর্থের পুরোটাই তিনি 'মেক এ উইশ ফাউন্ডেশন'-এ দান করে দেন।  এই সংস্থা মূলত অসহায় অসুস্থ বাচ্চাদের নিয়ে কাজ করে।

৩# রোনালদো যখন বিশেষ দূত

রোলানদো তার বিশ্বব্যাপী তারকাখ্যাতি সমাজসেবার কাজে ভালোভাবে লাগিয়েছেন। তিনি সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ভিশনের মত দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত। ২০১৪ সালের ব্যালন ডি’অর জয়ের পর ভাষণে তিনি লিউকেমিয়ায় অক্রান্ত শিশুদের নিয়ে কথা বলেছিলেন।

সিরিয়ায় চলমান সহিংসতায় আক্রান্ত শিশুদের নিয়ে এক বার্তায় বলেছিলেন যে, তারাই আসল হিরো এবং তিনি তাদের সাথে আছেন। এছাড়াও 'সেভ দ্য চিলড্রন' এর ত্রাণ তহবিলে দান করার পর তাদের অনুরোধ করেছেন যেন তার দানের পরিমাণ উল্লেখ না করা হয়।  

৪# বোনাসের টাকা যাচ্ছে কোথায়! 

বিভিন্ন সময় দলের ভালো পারফরমেন্সের জন্য বোনাস প্রদান করা শুধু বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহ্য নয়, রোনালদোরাও প্রায়শই ভালো খেলার জন্য পুরস্কৃত হয়ে থাকেন। তবে রোনালদো সেই পুরস্কারের টাকা নিজের ব্যাংকের আকাউন্টে জমানোর চাইতে যেন অন্যকে দান করতেই বেশি পছন্দ করেন।

২০১১ সালে উয়েফা বর্ষসেরা দলে স্থান পাবার দরুণ উয়েফা তাকে ১ লক্ষ ইউরো বোনাস মানি প্রদান করে, যার পুরোটাই তিনি রেডক্রসকে দান করে দেন।একবছর পরে রিয়াল মাদ্রিদের হয়ে দশম চ্যাম্পিয়নস লীগ ট্রফি জিতার পর রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের প্রদান করা ৪৫০০০০ পাউন্ডের পুরোটাই সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের ত্রাণ তহবিলে দান করে দেন।

৫# রক্ত দান করে মানুষ, তাই বলে অস্থি মজ্জাও!

সকল তারকা খেলোয়াড় যেন একেকজন একটি চলন্ত ক্যানভাস। হরেক রকমের ট্যাটু পুরো শরীর জুড়ে। কিন্তু এ ক্ষেত্রে পুরোই আলাদা রোনালদো। পুরো শরীরে যার কোন ট্যাটুর ছিটে ফোঁটা পর্যন্ত নেই। কেন ট্যাটু করেন নি? কারণ তিনি রক্তদান করেন নিয়মিত। ট্যাটু করলে রক্তদান করা যায় না ব্যাপারটি এমন না, কিন্তু নতুন ট্যাটু করলে ট্যাটুর কালি থেকে ইনফেকশন ছড়িয়ে পড়িয়ে যাবার সম্ভবনা থেকে যায়। তাই রোলানদো শরীরে ট্যাটু করেন নি।

রক্তদান সম্পর্কে রোনালদো একবার বলেছিলেন- ‘আমরা সবাই রক্তদান করে পরিবর্তন করতে পারি চারপাশকে।’

তিনি শুধু রক্তদান করেই ক্ষ্যান্ত থাকেননি। তিনি প্রায়ই নিজের অস্থি মজ্জা (bone marrow)  দান করেন। অস্তি মজ্জা দান করা সম্পর্কে রোলানদো বলেছিলেন- ‘অস্থি মজ্জা দান করাকে অনেকেই কঠিন মনে করেন, কিন্তু ব্যাপারটি অনেকটি রক্তদান করবার মতই সহজ।’

 

১১৯৩ পঠিত ... ২১:০৪, জুলাই ১৩, ২০১৮

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top