প্লিজ আমাকে হেল্প করুন। আমি একজন ছেলে। বয়স ৪৮। একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসি। আসলে সে আমার বেস্টফ্রেন্ড ছিল। সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু কীভাবে যেন জড়িয়ে পড়ি। প্রথম প্রথম রিলেশন ভালোই চলছিল। যত দিন যায় সম্পর্ক আরও ভালো চলতে থাকে। উল্লেখ্য, এটা আমার ও ঐ মেয়ের দুইজনেরই প্রথম সম্পর্ক।
কিন্তু সমস্যা হচ্ছে, আমার বাসায় কেউই এই সম্পর্ক মেনে নিচ্ছে না। বাসার যেকোনো ডিসিশন আম্মু আব্বু একা নেন না। আমার দাদা যে ডিসিশন নেন, আমার পিতামাতা তাই মেনে নেন। তো সব ঘটনা শুনে আমার দাদা বলেছেন যে, এই মেয়ের বয়স নাকি বেশি (মেয়ের বয়স ৫৮)। তাই এই মেয়েকে বিয়ে করলে নাকি সমাজে মুখ দেখাতে পারবে না। তাছাড়া এও বলে যে, আগে আমাকে নিজ পায়ে দাঁড়াতে হবে। তারপর বিয়ে। এত জলদি নাকি বিয়ে করতে নেই।
এসব শুনে আমি ও আমার গফ, দুইজনেই অনেক ভেঙ্গে পড়ি। আমরা সেদিন কলে সারারাত কান্না করলাম এটা নিয়ে। পরদিন মেয়েটা জানাল যে, তাকে দেখতে নাকি পাত্রপক্ষ আসছে। পাত্র নাকি আমেরিকায় থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, আমার গফ ইংরেজীতে অনেক কাঁচা। এ কারণে গফ এখন মারাত্মক ডিপ্রেশনে আছে। এখন সে যেন ilts এ ভালো মার্ক পায়, সেজন্য তাকে কোথায় ভর্তি করালে ভালো হয়?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন