পৃথিবীতে ফিরে আসলেন পিথাগোরাস, চিৎকার করে বললেন, পৃথিবী গোলাকার

১৬৪ পঠিত ... ১৬:২১, মার্চ ২০, ২০২৪

7 (2)

হাজার হাজার বছর ধরে পৃথিবী থেকে পিথাগোরাস চলে গেলেও, তিনি আবার ফিরে এসেছেন। তিনি ফিরে এসেছেন পৃথিবীর বুকে। তিনি আবার এসেছেন ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা বাংলাদেশি ক্রিকেটারের বেশে। তিনি আমাদের জানিয়েছেন, শুধু জানাননি, চিৎকার করে বলেছেন, পৃথিবী গোলাকার।

পিথাগোরাসের সাথে কথা বলার কোনো মাধ্যম না পেয়ে আমরা তার লাইভে কমেন্ট করি। আমাদের কমেন্টের রিপ্লাইতে তিনি আমাদের জানান, ‘আমি হাজার হাজার বছর আগে মানুষকে বলেছিলাম, পৃথিবী গোলাকার। কিন্তু, মানুষ তা ভুলে গিয়েছে। মানুষ তা মনে রাখেনি। আমি আপনাদের বলতে চাই, আপনারা আমাকে ভুলে যাবেন না, মনে রাখবেন। আপনারা এটাও মনে রাখবেন, পৃথিবী গোলাকার।’

পিথাগোরাসের এমন হঠাৎ আগমনে গর্তে ঢুকে যাচ্ছেন, ফ্লাট আর্থ সোসাইটির মানুষ। পিথাগোরাসের চিৎকারের কাছে তাদের বিশ্বাস কিছুই না এমন আশংকাই তাদের নিয়ে যাচ্ছে গর্তের মধ্যে।

১৬৪ পঠিত ... ১৬:২১, মার্চ ২০, ২০২৪

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top