ও ভাই হামাক এনা বোন কয়া ডাকো রে

১০৬ পঠিত ... ১৪:২১, জুলাই ১৭, ২০২৪

14

লেখা: মারুফ তুষার

 

যদিও আষাঢ় শেষ, তবে এটা কোনো আষাঢ়ে গল্প নয়

এখনও এই বাংলায় আবু সাঈদের রক্তকথা লেখা হয়।

 

এমন তারুণ্য এই চাটুকার সময়ে কোথা থেকে আসে!

এই স্বৈরাচারে আচ্ছাদিত আকাশের নিচে এখনও এমন সাহসের মেঘ জমে।

 

কী ছিল তোমার নাম

কী ছিল তোমার গ্রাম

কে ছিল তোমার বাবা, কার গর্ভে জন্মেছিলে তুমি?

ওই যে আর্তনাদে যে কিশোরী নামিয়েছে বৃষ্টি, সেই কি তোমার বোন সুমি?

এসব আমরা আগে জানিনি কিছু

কেবলই দেখেছি প্রতিজ্ঞার জ্যোতি চলেছে তোমার পিছুপিছু।

 

দিগন্ত ছোঁয়া তোমার প্রসারিত দুহাত,

কালো শার্টের বোতাম চিরে টানটান ছিনা

তাই তো শাসকের বু*লেট তোমাকে করে সহজ নিশানা!

সূর্যের চোখে চোখ তোমার

তুমি জানতে তোমাকে ভয় পাবে স্বৈরাচার?

 

মা কান্দে বাপধন আয়রে বুকে ফিরে

থমকে থাকে বাপ, বুকে ব্যথার হিমালয়

কান্দে সুমি, 'ও ভাই হামাক এনা বোন কয়া ডাকো রে’।

 

এই কান্নায় কোথাও কী কেঁপে ওঠে খোদার আরশ!

এরপরেও কি থামবে না বেহায়া রাক্ষস?

 

আমি জানি না কোথায় খোদার আরশ, কবে হবে কার বিচার

তবে আবু সাঈদ, তুমি নিশ্চয়ই জানতে, এদেশে পার পায়নি কোনো স্বৈরাচার।

১০৬ পঠিত ... ১৪:২১, জুলাই ১৭, ২০২৪

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top