ডেইজি আপাকে এইভাবে কেন তোমরা হারিয়ে দিলে?

১১৩৭ পঠিত ... ১৮:২১, ফেব্রুয়ারি ০২, ২০২০

 

অমুক জিতেছে, তমুক জিতেছে পেপারে হইবে ছাপা
তার মাঝখানে মুখ গোঁজ করে থাকিবে ডেইজি আপা!

ডেইজি আপার এতো যে সালাম প্রত্যেকদিন নিতে
তারপরও কেন ভোটটা দাওনি? আসে নাই আপা জিতে!
মুখে মিঠা হাসি, কিন্তু দেখছি চালাকি সবার পেটে
সঠিক সময়ে বুঝলে না ভালো, বুঝলে বুঝবে লেটে।
আপার মতন মমতাময়ীর কাজ কি ভাইয়া পারে?
আহা রে দেশটা কত বাজে হলে ডেইজি আপারা হারে!
ডেইজি আপাকে এইভাবে কেন তোমরা হারিয়ে দিলে!
একটু রহম সেইটাও বুঝি নাই তোমাদের দিলে!

ডেইজি আপার এই পরাজয়ে কষ্টরা বুকে জমা
পাষাণ ভোটার, ইহকাল যাক, পরকালে নাই ক্ষমা।

১১৩৭ পঠিত ... ১৮:২১, ফেব্রুয়ারি ০২, ২০২০

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top