স্বাধীনতা তুমি (প্যারোডি)

৩৯৮ পঠিত ... ১৬:৫৯, মার্চ ২৫, ২০২৪

27 (1)

স্বাধীনতা তুমি

 

শামসুর রাহমানের কাছে ক্ষমাপ্রার্থনাপূর্বক

 

স্বাধীনতা তুমি

পঞ্চাশ টাকা কেজি মোটা চাল।

স্বাধীনতা তুমি

মুরগি না কিনে মাথা-গলা-ঠ্যাঙে

মাংস খাবার থাল।

 

স্বাধীনতা তুমি

মসলিন-তাঁতীর মিহি করে কাটা বেগুনের যত ফালি

মাঝেমাঝে তাতে উঁকি দিয়ে যায় মিষ্টি কুমড়ার জালি।

 

স্বাধীনতা তুমি

ষাট টাকা হালি কাগজীলেবু

স্বাধীনতা তুমি কাঁচাবাজারে

সাধারণ মানুষের হাসি জুবুথুবু।

 

স্বাধীনতা তুমি

খোলাবাজারে বিদেশি খেজুরের অবাধ্য লাফ

স্বাধীনতা তুমি

দাম কমানোর মিঠে মিঠে সেই মিথ্যে বরখেলাফ।

 

স্বাধীনতা তুমি

বাতাবি লেবুর বাম্পার ফলনের দুরন্ত ঠাট্টা

স্বাধীনতা তুমি

সেই চিরাচরিত খবর যখন বাজে আটটা।

 

স্বাধীনতা তুমি

চল্লিশ টাকায় হালি বিক্রির ডিম

স্বাধীনতা তুমি

ডিম না খাওয়ায় মনের দুঃখে

বানানো যত মিম।

 

স্বাধীনতা তুমি

ইফতারে বসে বাহারী স্বাদের বরই

খাঁ খাঁ করে থাল,

বারান্দাতে বেড়ায় ঘুরে চড়ুই।

 

স্বাধীনতা তুমি

ভুলতে বসা বিফ-মাটনের স্বাদ

বাজার গেলেই ঘিরে ধরা সব

দ্রব্যমূল্যের ফাঁদ!

৩৯৮ পঠিত ... ১৬:৫৯, মার্চ ২৫, ২০২৪

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top