২৪৪১১৩৯ (ঢাকা ভার্সন)
অঞ্জন সত্য
জ্যাম থেকে ছাড়া পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবে না
রাগারাগিটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিকেলে থাকছো না
জ্যাম থেকে ছাড়া পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা রোড ব্যাস
ভিআইপিরা না আটকালে,
আসবো চলে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছো না
এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার সিগন্যাল পার করে নেটওয়ার্ক পেয়েছি
দেব না কিছুতেই ব্রেকআপ হতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
নিচ্ছে টাকা কেটে আমার ভাঙা ফোনের থেকে
জরুরি খুব জরুরি দরকার।
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এতো অপেক্ষা
রাস্তার কত কত সিগন্যালে
ভিআইপি জ্যামে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা।
আর কিছুক্ষণ তারপর বেলা মুক্তি
শাহবাগের ঐ ভিআইপি সিগন্যাল
সাদা-কালো এই জঞ্জালে ভরা
মিথ্যে কথার শহরে
তোমার আমার দেখা হবে কাল
এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার জ্যাম পার করে নেটওয়ার্কটা পেয়েছি
দেবো না কিছুতেই হতে ব্রেকআপ
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
টাকা নিচ্ছে কেটে আমার ভাঙা ফোনের থেকে
জরুরি খুব জরুরি দরকার।
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো?
ভিআইপি জ্যাম ছেড়েছে সত্যি
জ্যামে আটকে ঘণ্টাখানেক সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি?
এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার জ্যাম পার করে নেটওয়ার্ক পেয়েছি
দেব না কিছুতেই ব্রেকআপ হতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
টাকা নিচ্ছে কেটে আমার ভাঙা ফোনের থেকে
জরুরি খুব জরুরি দরকার।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন