হীরক ভিআইপির দেশে

৩১৮ পঠিত ... ১৭:০৪, অক্টোবর ১২, ২০২৩

হীরক-ভিআইপির-দেশে

হীরক ভিআইপির দেশে (প্যারোডি)

 

কতই ভিআইপি দেখি দুনিয়ায়

ও ভাই রে, ও ভাই, কতই  ভিআইপি দেখি দুনিয়ায়!

 

আমি যেই দিকেতেই যাই

শুধু জ্যামে আটকে যাই

আমি যেই দিকেতেই যাই

শুধু জ্যামে আটকে যাই

আমি রাস্তা খালি খুঁজে নাহি পাই রে

ও ভাই, রাস্তা খালি খুঁজে নাহি পাই রে

ভাই রে, ভাই রে

আমি কতই ভিআইপি  দেখি দুনিয়ায়…

 

দেখো লোকের গাড়ি না নড়ে না চড়ে

ভিআইপিরা আরামে ফেরে ঘরে

দেখো লোকের গাড়ি না নড়ে না চড়ে

ভিআইপিরা আরামে ফেরে ঘরে 

ও ভাই, বেতন থেকে ট্যাক্স কাটে যার

দুই বেলা জ্যামে কাটে তার

ও ভাই, বেতন থেকে ট্যাক্স কাটে যার

দুই বেলা জ্যামে কাটে তার!

 

ভিআইপিদের রাস্তাঘাটে কোনো প্যারা নাই

ও ভাই, ভিআইপিদের রাস্তা ঘাটে কোনো প্যারা নাই

ও ভাইরে, নাইরে

 

ওরে ভাই রে, ভাই রে, কতই ভিআইপি দেখি দুনিয়ায়

ওরে ভাই রে, ও ভাই, কতই ভিআইপি দেখি দুনিয়ায়।

৩১৮ পঠিত ... ১৭:০৪, অক্টোবর ১২, ২০২৩

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top