হিটওয়েভে অতিষ্ঠ হয়ে লুঙ্গি পরেই অফিস করার জন্য আবেদন

৮৪ পঠিত ... ১৭:১৮, জুন ১১, ২০২৩

হিটওয়েভে

আবদার তো অনেক রকমই থাকে মানুষের, কিন্তু সে আবদারের বেশিরভাগগুলোই থাকে পরিবার কিংবা প্রিয়জনের প্রতি। তবে এবার এর ব্যতিক্রম ঘটিয়েছেন নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় ইন্স্যুরেন্স কোম্পানির কম্পিউটার অপারেটর নওশাদ আনসারী। গরমে অতিষ্ঠ হয়ে ফর্মাল শার্ট-প্যান্টের বদলে লুঙ্গি পরে অফিস করার আবেদন জানিয়েছেন তিনি। এবং পুরো ব্যাপারটিই একদম ফর্মাল আবেদনপত্রে লিখে নিজের উর্ধ্বতন কর্তাদের কাছে পেশ করেছেন নওশাদ।

গত বৃহস্পতিবার তার অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনটি করেন নওশাদ। তার হাতে লেখা এই আবেদনপত্রটি গত দু’দিন ধরে নেটিজেনদের কাছে মোটামুটি আলোড়ন তুলেছে। আবেদনপত্রে দেখা যায় নওশাদ লিখেছেন, ‘সারা দেশে বইছে তীব্র দাবদাহ। সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। বৃষ্টিহীন অসহ্য গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে একটানা প্যান্ট পরে কাজ করা দুরূহ হয়ে পড়েছে। এতে শরীরের নানা স্থানে চুলকানিও শুরু হয়েছে।‘ তাই তিনি লুঙ্গি পরেই গরম কমা না অবধি অফিস করতে চান।

এছাড়া আবেদনপত্রটি হাতে লেখার কারণ উল্লেখ করে বিশেষ দ্রষ্টব্যে তিনি আরও লিখেছেন, ‘বিদ্যুৎ না থাকায় কম্পিউটার কম্পোজ করতে পারেননি। তাই হাতে লিখে আবেদনটি করেছেন।‘

৮৪ পঠিত ... ১৭:১৮, জুন ১১, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top