বাঁশ থেকে বানানো পরিবেশবান্ধব 'এভারলুপ টুথব্রাশ'

৮৪১ পঠিত ... ১৫:৫০, জুন ০২, ২০২১

প্লাস্টিক দূষণের জন্য দায়ী টুথব্রাশগুলোর বিকল্প হিসেবে প্রোডাক্ট ডিজাইনার আগুস্টিন ওটেগুল সাইজ ও তার দল তৈরি করেছিল বাঁশ থেকে তৈরি টুথব্রাশ। টুথব্রাশের মাথায় থাকা অংশ যাকে ইংরেজিতে 'Bristles' বলা হয়, তা পরিবর্তন করে একই ব্রাশ ব্যবহার করা যাবে ২ বছর ধরে।

1

এছাড়াও ব্রাশগুলো পাওয়া যায় নানা রঙে। ব্রাশটির ব্রিস্টলস ক্লিপিং মেকানিজমের মাধ্যমে পরিবর্তন করে বহুদিন ধরে ব্যবহার করা যায় বলে এর নাম হল এভারলুপ। এমনকি টুথব্রাশটির বডিও তৈরি রিসাইকেল করা টুথব্রাশ ও রিসাইকেল করা পলিপ্রোপিলিন।

2

3

একটি প্যাকেটে টুথব্রাশের সাথে ৮টি ব্রিস্টলস ও একটি টুথব্রাশ ওয়াল হোল্ডার থাকে। প্যাকেটটিও তৈরি ১০০% মাটিতে মেশার যোগ্য কাগজের মণ্ড দিয়ে। অর্থাৎ প্যাকেজিং থেকে টুথব্রাশ হোল্ডার সবটার উপাদানই সংগ্রহ করা হয়েছে পরিবেশ থেকে। 

4

5

এমন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করেই পৃথিবীটাকে প্লাস্টিক বর্জ্যে পরিণত করার হাত থেকে বাঁচাতে পারি আমরা।

6

তথ্যসূত্র ও ছবি: ডিজাইনবুম

৮৪১ পঠিত ... ১৫:৫০, জুন ০২, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top