নোয়াম চমস্কির অসাধারণ ১০টি জীবনমুখী উক্তি

৩৬৭৫ পঠিত ... ১৭:০২, ডিসেম্বর ০৭, ২০২০

নোয়াম চমস্কির নাম শুনেছেন নিশ্চয়ই? 

যদি না শুনে থাকেন তবে আপনি জেনে অবাক হবেন যে তিনি হলেন ‘One of the most quoted scholar in history’। এমনকি নিউ ইয়র্ক টাইমস তাকে বর্ণনা করেছে ‘Top Intellectual Alive’ বলে। ভাষাতত্ত্ব সংক্রান্ত মনোবিজ্ঞান নিয়ে তার রয়েছে অসাধারণ গবেষণা। একই সাথে আমেরিকান ভাষাবিজ্ঞানী, দার্শনিক, ইতিহাসবিদ লোকটির রাজনীতিতেও রয়েছে সক্রিয় অংশগ্রহণ। এমআইটির ইমেরিটাস অধ্যাপক নোয়াম চমস্কি জন্মেছিলেন ১৯২৮ সালের ৭ ডিসেম্বর। চলুন আজ পড়া যাক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ১০টি বিখ্যাত উক্তি। 

১# মানুষকে বাধ্য ও নিষ্ক্রিয় রাখার সবচেয়ে ভালো উপায় হলো তাদের মতামতের গ্রহণযোগ্যতার পরিসর কমিয়ে দেওয়া। কিন্তু সেই পরিসরের মাঝেই আবার সক্রিয়ভাবে যেন বিতর্ক করা যায়, সেই সু্যোগটাও করে দেওয়া, এমনকি ভিন্নমত পোষণ ও সমালোচনা করার জন্য উৎসাহিতও করা। এর ফলে মানুষ মুক্তচিন্তার চর্চা হয় ভেবে শান্তি পায়। আদতে তো তারা সেই ক্ষুদ্র পরিসরের মাঝেই আটকে যাচ্ছে আরো শক্তভাবে। 

২# হয় আপনি প্রচলিত বুলি আওড়াবেন, নয়তো সত্য কথা বলবেন। আর সকলে ভাবতে শুরু করবে আপনি নেপচুনের বাসিন্দা। 

৩# উন্নয়ন কিংবা পরিবর্তন উপর মহলের মানুষ থেকে আমরা খুব কমই উপহার পাই। এগুলো আসে নিচু স্তরের মানুষের সংগ্রাম থেকে। 

৪# সহিংসতার বিরুদ্ধে আপনি কোনো যুক্তি দিতে পারবেন না। সহিংসতার পেছনে কোনো যুক্তি থাকতেই পারে না। 

৫# আমাদের ওপরই শুধু সন্ত্রাসবাদ/ জঙ্গিবাদ করা হয়। কিন্তু আমরা যখন অন্যদের ওপর তার থেকেও অধিক হামলা করি তখন তা সন্ত্রাসবাদ/ জঙ্গিবাদ হয় না। 

৬# আমরা যদি আমাদের অপছন্দের মানুষদের বাকস্বাধীনতা না দিতে জানি, তবে ধরে নিতে হবে আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসই করি না। 

৭# যদি কেউ মনে করে থাকেন যে আমি এমআইটির একজন অধ্যাপক বিধায় আমার কথা শোনা উচিত, তবে আপনি ভুল ভাবছেন। আপনি কার কথা শুনবেন তা বিচার করবেন সেই মানুষটির কথার বিষয়বস্তু দিয়ে, তার নামের শেষে কিছু শব্দ দিয়ে নয়। 

৮# বিশ্বের হর্তাকর্তারা অনেকটা মাফিয়াদের মত। মাফিয়াদের গডফাদার কখনো অবাধ্যতা বরদাস্ত করেন না। এমনকি ছোট দোকানী যে নিজের দোকান রক্ষার টাকা দিচ্ছে না তার থেকেও সে কোনো অবাধ্যতা সহ্য করবেন না। যাই হয়ে যাক না কেন, আনুগত্যটা সকলের থাকতে হবে। অন্যথায় সেই ছোট দোকানীর অবাধ্যতার খবর চলে যেতে পারে গুরুত্বপূর্ণ জায়গায়। 

৯# মানুষের জীবন ও ব্যক্তিত্ব সম্পর্কে আমদের বৈজ্ঞানিক মনস্তত্ত্ব গবেষণার চেয়ে উপন্যাস থেকে বেশি জানতে পাওয়ার সম্ভাবনা সবসময় প্রবল। 

১০# মানুষ প্রজাতির বেঁচে থাকার ক্ষেত্রে প্রধান দুই সমস্যা হল - নিউক্লিয়ার যুদ্ধ এবং পরিবেশের বিপর্যয়। আর আমরা জেনেশুনেই এসবের দিকে এগিয়ে যাচ্ছি প্রতিদিন।

৩৬৭৫ পঠিত ... ১৭:০২, ডিসেম্বর ০৭, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top