রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের সাহিত্যকর্ম থেকে ১৫টি জীবনমুখী উক্তি

২৩৩৫ পঠিত ... ১৩:১২, সেপ্টেম্বর ০৯, ২০২০

লিও টলস্টয়, কিংবদন্তি রুশ সাহিত্যিক। তার সাহিত্যকর্ম থেকে কিছু উল্লেখযোগ্য উক্তি পাঠকদের জন্য দেয়া হলো। 

 

১#
প্রত্যেকেই পৃথিবী বদলে দেয়ার কথা ভাবে অথচ কেউই নিজেকে বদলানোর কথা ভাবে না। 

২#
সৌন্দর্যই ভালো- এর মতো আশ্চর্য বিভ্রম আর হয় না।  

৩#
ভালবাসা যেখানে থাকা উচিত ছিলো, সেই শূন্যস্থান পূরণ করতে সম্মান উদ্ভাবন করা হয়েছে। 

৪#
কেমন অনুভুতি হচ্ছে সেটি কি আদৌ কাউকে বলে বোঝানো সম্ভব? 

৫#
একজন যুবকের জন্যে বুদ্ধিদীপ্ত নারীর সঙ্গ সবচেয়ে বেশি প্রয়োজন। 

৬#
কাউকে ভালোবাসলে, আপনার প্রত্যাশা অনুযায়ী কেমন হতে পারতো সেটি ভেবে নয়। তারা যেমন আছে সেই অবস্থাতেই ভালোবাসুন। 

৭#
সুখ হলো রূপক কাহিনী, আর প্রকৃত গল্প হলো সুখহীনতার। 

৮#
বেশিরভাগ লোক কোনো কাজ করছে বলেই বেঠিক কাজ ঠিক হয়ে যায় না। 

৯#
: একঘেয়েমি কী?
: আকাঙ্ক্ষার জন্যে আকাঙ্ক্ষা। 

১০#
সকল মহৎ সাহিত্য দুই ধরণের গল্পের একটি; এক ব্যক্তি ভ্রমণে বের হয় অথবা আগন্তুক শহরে আসে। 

১১#
আবেগের শর্টকাট হলো সংগীত, মানব সমাজের সবচেয়ে মধুর সৃষ্টি। 

১২#
সেরা গল্পগুলো 'ভালো বনাম মন্দ' থেকে উদ্ভুত না, বরং 'ভালো বনাম ভালো'  থেকে। 

১৩#
সুখ বাহ্যিক বস্তুসমূহের উপরে নির্ভর করে না। নির্ভর করে সেগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির উপরে। 

১৪#
যার সবকিছুর বুদ্ধিকেন্দ্রিক তা একঘেয়ে। 

১৫#
ব্যক্তি হলো সেই ভাগফলের মতো যার লব সে নিজে আর হর হলো নিজের ব্যাপারে সে যা ভাবে। হর যত বড়, ভাগফল তত ছোট।

২৩৩৫ পঠিত ... ১৩:১২, সেপ্টেম্বর ০৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top