'মিথিলা' সম্পর্কে যে তথ্যগুলো জানলে আপনি বিসিএসে ফাটিয়ে দিতে পারবেন

৩১১৫ পঠিত ... ১৬:৫৯, নভেম্বর ০৬, ২০১৯

এ সখি হামারি দুখের নাহি ওর
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।

ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বর্ষা নিয়ে সম্ভবত সবচেয়ে পরিচিত কয়েকটি লাইন।

প্রিয় পাঠক,এই পর্যন্ত পড়ে যদি আপনার মনে হয়, ‘কী দেখে লিংকে ক্লিক করলাম আর কোথায়ই বা আসলাম! এসব কী অদ্ভুত ভাষার লেখা পড়ছি!  আজিব তো!’   

আপনাকে আশ্বস্ত করা হচ্ছে, এই লেখা কিন্তু আসলেই ‘মিথিলা’কে নিয়ে। আর শুরুতেই আপনি যে কবিতার অংশবিশেষ পড়েছেন, তাও ‘মিথিলা’র এক উপভাষা ব্রজবুলিতে লিখেছেন মিথিলারই এক বিখ্যাত কবি। মধ্যযুগের এই শক্তিমান কবির নাম বিদ্যাপতি।

বর্তমান ভারতের উত্তর বিহারের তিরহুত জেলা এবং দক্ষিণ নেপালের কিছু অংশ নিয়ে ছিলো এক প্রাচীন রাজ্য। রাজ্যের নাম বিদেহ। পূর্ব দিক দিয়ে মহানন্দা নদী, দক্ষিণে গঙ্গা, পশ্চিমে গান্দকি নদী আর উত্তরের হিমালয়ের নিম্নভূমি দিয়ে বেষ্টিত ছিলো এই রাজ্য। বিদেহ রাজ্যের রাজধানী ছিলো মিথিলা।   

মিথিলার মানুষজন যে ভাষায় কথা বলতো তার নাম মৈথিলি। বিদেহ রাজ্যের মহাকবি ছিলেন বিদ্যাপতি, তিনি মৈথেলী কবি কোকিল নামেও সুপরিচিত। তিনি মৈথেলি ভাষা ও সংস্কৃত ভাষার একটা মেলবন্ধনে কবিতা লিখতেন। সে ভাষায় রাধা-কৃষ্ণ, সনাথ-ব্রজমন্ডলের লীলা বিবৃত হতো বলে সে ভাষার নাম দেয়া হলো ব্রজবুলি।

বিদ্যাপতি ছাড়াও বাংলার কবিগণ এই ভাষায় সাহিত্য চর্চা করছেন। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল বৈষ্ণব কবি এ ভাষায় বহু পদ রচনা করেন। যেমন প্রাচীন বাংলার প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর  তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী  রচনা করেছেন এ ভাষায়। রবীন্দ্রনাথের এই  ব্রজবুলিতেই লিখেছেন তার বিখ্যাত কিছু লাইন-

মরণরে,
তুঁহুঁ মম শ্যাম সমান!
মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট,
রক্ত কমল কর, রক্ত অধর-পুট,
তাপ-বিমোচন কৰুণ কোর তব,
মৃত্যু অমৃত করে দান!
তুহু মম শ্যাম সমান।

তো, ‘উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে’ (স্কুল-কলেজে আপনি এভাবেই তো লিখতেন!) কী বোঝা গেলো?  

বোঝা গেলো, শুধু সাইন্স নয়, ইতিহাস জানাটাও খুব দরকারি।

তাই মিথিলা সম্পর্কে বেশি বেশি তথ্য জানুন আর নিজের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে বিসিএসসহ দেশের সকল কম্পিটিটিভ এক্সামে ফাটিয়ে দিন। আর একটা কথা, আপনার সাফল্যের পেছনের eআরকির অবদানের কথা বন্ধুদের জানাতে ভুলবেন না কিন্তু!      

৩১১৫ পঠিত ... ১৬:৫৯, নভেম্বর ০৬, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top