ফরাসি দার্শনিক মিশেল ফুকোর ১২টি উক্তি যা আপনার জীবনদর্শনকে প্রভাবিত করতে পারে

৩৪০২ পঠিত ... ২০:১৬, অক্টোবর ১৫, ২০১৯

এক শব্দেই বলতে হলে তিনি একজন দার্শনিক। কিন্তু সমাজ ও মানবিক বিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন ফলিত এবং পেশাদারি ক্ষেত্রে ফুকোর প্রভাব বিস্তৃত। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন শারীরিক ও মানসিক চিকিৎসাশাস্ত্র, কারাগার পদ্ধতির পর্যালোচনার জন্যও বিখ্যাত মিশেল ফুকো! আজ ১৫ অক্টোবর, মিশেল ফুকোর জন্মদিনে পড়তে পারেন তার ১২টি উক্তি, যা আপনার জীবনদর্শনকে শাণিত করে তুলতে পারে।

 

১# ক্ষমতার অনেকগুলো কেন্দ্র থাকে। ক্ষমতার এ কেন্দ্রগুলোর বিনাশ হয় না, কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হয়।

২# জেলখানা এবং পাগলগারদ যে সামাজিক কাজগুলো করে স্কুলও সেসবই করে: সংজ্ঞায়িত করা, শ্রেণিবিন্যস্ত করা, শাসন ও নিয়ন্ত্রণ করা।

৩# ক্ষমতা একটা শর্তেই মেনে নেয়া হয় যতক্ষণ ক্ষমতার বড় একটা অংশ থাকে মুখোশের আড়ালে। ক্ষমতার সাফল্য অনেকাংশে নির্ভর করে এর মেকানিজমকে আড়াল করতে পারার উপরে।

৪# স্মৃতির প্রতি আমার দুর্দমনীয় ভালোবাসা। স্মৃতি অন্য কোথাও থেকে আসা অন্য সময়ে এক প্রতিধ্বনি।

৫# আমি কোনো নবী না। আমার কাজ হলো যেখানে একসময় দেয়াল ছিলো সেখানে জানলা খোলা।

৬# মানুষের ভাবনার জগতে পরিবর্তন আনা- একজন বুদ্ধিজীবীর কাজ এটাই।

৭# আমাকে যা আহত করে তা হলো, আমাদের সমাজে শিল্প হয়ে গেছে এমন কিছু যা বস্তুর সাথে সম্পর্কিত, অথচ ব্যক্তি বা জীবনের সাথে সম্পর্কিত নয়।

৮# বলা যেতে পারে, সকল জ্ঞানই কোনো না কোনো নিষ্ঠুরতার সাথে সম্পর্কিত।

৯# মানুষ যুদ্ধ করে জিততে, ন্যায়ের জন্যে না।

১০# সত্যি পার্থিব বিষয়: এটা নানারূপের বাধ্যবাধকতা দিয়ে উৎপাদিত হয়। ক্ষমতার স্বাভাবিক প্রভাব জাগায়। প্রত্যেক সমাজের ‘সত্যি’র শাসনব্যবস্থা আছে, ‘সত্যি’র ‘জেনারেল পলিটিক্স’ আছে; অর্থাৎ কোনো ধরণের বয়ানকে সমাজ সত্যি বলে গ্রহণ করবে আর কাজে লাগাবে, সত্যি থেকে মিথ্যা বিবৃতিকে আলাদা করবার প্রক্রিয়া আর নমুনা আছে, আছে কী উপায়ে প্রতিটি বিষয় অনুমোদন পাবে, কৌশল আর কার্যপ্রণালিকে সত্যি বাছাইয়ের যোগ্য বলে মনে করা হয়, কোনটা সত্যি তা বলে দেয়ার অধিকারপ্রাপ্তদের স্ট্যাটাস।

১১# ভালোবাসার শ্রেষ্ঠতম মুহূর্ত হচ্ছে, প্রেমাস্পদের ট্যাক্সিতে উঠে চলে যাওয়ার মুহূর্ত।

১২# হাজার ধরে মানুষ রয়ে গেছে, এরিস্টটল যাকে বলেছেন, প্রাণী যার রাজনৈতিক অস্তিত্বের জন্যে অতিরিক্ত দক্ষতা আছে; আধুনিক মানুষ হলো এমন প্রাণী যার রাজনীতি তাকে জীবন্ত প্রাণী হিসেবে তার অস্তিত্বই প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে।

৩৪০২ পঠিত ... ২০:১৬, অক্টোবর ১৫, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top