'মাইক দ্য হেডলেস চিকেন' এর মুণ্ডুবিহীন ১৮ মাসের তারকা জীবন

১০৫১ পঠিত ... ১৯:১৪, সেপ্টেম্বর ১০, ২০১৮

১৯৪৫ সালের ১০ সেপ্টেম্বর এক অবিস্মরণীয় মোরগকান্ড ঘটে যায় আমেরিকায়। লয়েড ওলসেন নামক কলোরাডোর এক কৃষক তার শাশুড়ি মহোদয়ার সাথে মধ্যাহ্নভোজের পরিকল্পনা করেন। ভদ্রলোকের স্ত্রী তাকে নির্দেশ দেন একটা মোরগ কতল করে আনতে।

ওলসেন সাহেব 'মাইক' নামের একটা সাড়ে ৫ মাস বয়স্ক ওয়াইনডট জাতের মোরগের মস্তকে বসিয়ে দেন একটা কোপ। কিন্তু (মোরগ এবং তার মালিকের) সৌভাগ্যবশত সেই কোপে মোরগ বেচারার দেহ থেকে ধড়টা আলাদা হলেও জুগুলার শিরা, একটা কান আর মস্তিষ্কের স্টেমের একাংশ অক্ষত অবস্থায় থেকে যায় যার ফলশ্রুতিতে মোরগটা প্রায় বহাল তবিয়তে হাঁটাচলা করতে থাকে।

এই মহা আচানক ঘটনায় লয়েড ওলসেন 'মাননীয় স্পিকার' হয়ে গেলেও মোরগের প্রতি তার সহানুভূতি জন্মায়। তাই তিনি মাইক দ্য হেডলেস চিকেনের যত্নআত্তি করতে থাকেন। পরবর্তীতে মাইক তার মতই আজগুবি জীবদের সাথে ট্যুরে যুক্ত হয় এবং এর থেকে সে এবং তার মালিক দুজনেই যথেষ্ট পরিমাণে যশ এবং প্রতিপত্তি অর্জন করে। প্রতিবার তাকে দেখার জন্য গুণতে হতো ২৫ সেন্ট আর খ্যাতির শীর্ষে থাকাকালীন অবস্থায় লয়েড উইলসন মাসে প্রায় ৪৫০০ ডলার উপার্জন করতে যা বর্তমানে প্রায় ৫০০০০ ডলারের সমান।

শুধু তাই নয়, টাইম, লাইফ সহ আরো অনেক বিখ্যাত ম্যাগাজিন তাকে নিয়ে কভার স্টোরি এবং প্রতিবেদন ছাপায়। তবে মুন্ডুবিহীন অবস্থায় প্রায় দেড় বছর কাটানোর পর আরো একটি দুর্ঘটনায় অক্কা পায় মাইক। দা বটির মতো ধারালো অস্ত্র যার কিছু করতে পারেনি, সেই মোরগ মরে গেল সামান্য একটা ভুট্টার দানা খেতে গিয়ে!

তবে তার 'পথচলা' সেখানেই থেমে থাকেনি। কলোরাডোতে 'মাইক দা হেডলেস চিকেন' নামে একটা ইনস্টিটিউশন আছে আর সেখানে ১৯৯৯ সাল থেকে প্রতি বছর মে মাসের তৃতীয় উইকেন্ডে জাঁকজমকভাবে উদযাপন করা হয় 'মাইক দ্য হেডলেস চিকেন ডে'। মজার ঘটনা হচ্ছে, দ্য রেডিওঅ্যাক্টিভ চিকেন হেডস নামক এক পাংক রক ব্যান্ডের অন্যতম অনুপ্রেরণা ছিল এই মাইক এবং তাকে স্মরণ করেই ২০০৮ সালে ‘হেডলেস মাইক’ শীর্ষক একটা গানও তারা রিলিজ করে।

১০৫১ পঠিত ... ১৯:১৪, সেপ্টেম্বর ১০, ২০১৮

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top