বজ্রপাত থেকে নিরাপদ থাকতে যে ১২টি সতকর্তা অবলম্বন করবেন

১১৩৫ পঠিত ... ১৮:০৯, মে ০৩, ২০১৮

বজ্রপাতের শব্দে ভয় পেলেও, বজ্রপাত যে কতটা জীবন সংশয়কারী তা নিয়ে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এমনিতে এপ্রিল-মে থেকে শুরু করে একেবারে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত বজ্রপাত হয় আমাদের দেশে। এর মাঝে এপ্রিল-মে এই দুই মাসে কালবৈশাখীর প্রকোপে বজ্রপাতের হারও অনেক বেশি থাকে। অধিকাংশ বজ্রপাতের শব্দই শুধু আমরা পাই, আলোর ঝলকানিটাই শুধু দেখি। কিন্তু এই বজ্রপাতই কেড়ে নেয় অসংখ্য জীবন!

২০১০-২০১৫ সময়কালে বাংলাদেশে বজ্রপাতে নিহত হয়েছেন অন্তত ৬৩৫ জন এবং ২০১৬ সালে এক বছরেই নিহত হয়েছেন অন্তত ১৪২ জন। তাই বজ্রপাতকে মোটেই হালকাভাবে দেখার কিছু নেই এবং ঝড়ের সময় যথেষ্ট সতর্কতা মেনে চলতে হয়। এই ঝড়ের দিনে বজ্রপাত থেকে নিরাপদ থাকতে যে সব সতকর্তা মেনে চলতে হবে তা জেনে নিতেই পারেন!

#১

#২

#৩


#৪


#৫

#৬

#৭


#৮


#৯


#১০

#১১


#১২

 

১১৩৫ পঠিত ... ১৮:০৯, মে ০৩, ২০১৮

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top