আফ্রিকান কীট পঙ্গপাল ও দেশি কীট বঙ্গপালের মধ্যে ১০টি পার্থক্য

২২০২ পঠিত ... ২৩:১৮, এপ্রিল ০৯, ২০২০

পঙ্গপাল নামে এক জংলি ফড়িংয়ের দল দেশে দেশে গিয়ে কৃষকদের শষ্য খেয়ে ফেলছে। এদিকে 'বঙ্গপাল' বলে খ্যাত বাংলাদেশের একদল চাল চোর খেয়ে ফেলছে দরিদ্রদের জন্য দেয়া সরকারি চাল। করোনায় এই সময়টাতে বেড়েই চলছে বঙ্গপালদের প্রকোপ। পঙ্গপাল ও বঙ্গপাল এই দুই প্রজাতিই আদতে কীট হলেও তাদের মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য। eআরকির পাঠকদের চেনার সুবিধার্থে ১০টি পার্থক্য তুলে ধরা হলো।


১#
দলেবলে শষ্য খেয়ে ফেলা আফ্রিকান পতঙ্গের দল পঙ্গপাল।
দলেবলে সরকারি চাল চুরি করা চেয়ারম্যান-মেম্বার, তাদের আত্মীয় কিংবা ক্ষমতাধর/ক্ষমতাধরের ধামা ধরা লোকেদের দল বঙ্গপাল।

২#
পঙ্গপাল শুধু ক্ষুধা লাগলে খায়।
বঙ্গপাল ক্ষুধা না থাকলেও চুরি করে।

৩#
পঙ্গপালকে সাথে সাথে তাড়ানো যায়।
বঙ্গপালকে মিনিমাম ৫ বছর (আসলে বছরের পর বছর!) সহ্য করতে হয়।

৪#
পঙ্গপালের ডানা থাকে।
বঙ্গপালের চেলাপেলা থাকে।

৫#
পঙ্গপালরা স্বজাতির ক্ষতি করে না।
বঙ্গপালরা স্বজাতির ক্ষতি করে।

৬#
পঙ্গপাল নিজের খাবার নিজে খায়।
বঙ্গপালরা নিজেও চুরি করে, আত্মীয়স্বজনকেও সুযোগ করে দেয়।

৭#
পঙ্গপালকে তাড়ালে তারা ভয়ে পালিয়ে যায়।
বঙ্গপালদের তাড়াতে গেলে উল্টো মার কিংবা হুমকি খেতে হয়।

৮#
পঙ্গপাল আফ্রিকান হলেও সারাবিশ্বই তারা দাবিয়ে বেড়ায়।
বঙ্গপালরা নিজ এলাকার বাইরে চুরি করে না।

৯#
পঙ্গপাল প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে।
বঙ্গপালরা ভাইদের ছায়াতলে বেড়ে উঠে।

১০#
পঙ্গপালদের বিচারবুদ্ধি নাই, চিন্তাশক্তি নেই।
বঙ্গপালদের বিবেক কিংবা বিচারবুদ্ধি থেকেও নেই।

 

আরও পড়ুন:

দেশে পঙ্গপাল আসার আগেই ত্রাণের চাল খেয়ে নিচ্ছে বঙ্গপালেরা

বাংলাদেশের অফলাইনে মহাসমারোহে চলছে চাল চুরি নিয়ে সিরিজ 'রাইস হাইস্ট'

২২০২ পঠিত ... ২৩:১৮, এপ্রিল ০৯, ২০২০

Top