দেশে পঙ্গপাল আসার আগেই ত্রাণের চাল খেয়ে নিচ্ছে বঙ্গপালেরা

৭০১৫ পঠিত ... ১৯:৩৪, এপ্রিল ০৮, ২০২০

এই কদিন আগেই আফ্রিকার বেশ কয়েকটি গ্রামের ফসল খেয়ে ফেলেছিল 'জংলি ফড়িং' পঙ্গপালের দল, হানা দিয়েছিলো ভারত ও পাকিস্তানের দুটি প্রদেশে। সেখানেও খেয়ে ফেলেছিলো ক্ষেতের সব ফসল।

করোনা মহামারির মাঝে পঙ্গপাল নামক এই 'কীট-মহামারি'র বাংলাদেশেও আসার সম্ভাবনাও আছে। তবে বাংলাদেশে তারা আসার আগেই তান্ডব শুরু করেছে সম্প্রতি 'বঙ্গপাল' নামে খ্যাত হওয়া চাল চোরদের দল।

ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি উপজেলায় হানা দিয়েছে চাল চোরেরা মানে বঙ্গপালেরা। পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলা-উপজেলাতেই হানা দিতে পারে বলে আশঙ্কা করছে গবেষকরা।

বঙ্গপালের (চাল চোর) আক্রমণের বিষয়ে সতর্ক করে এক গবেষক বলেন, 'আক্রমণের ফ্রিকুয়েন্সির দিক থেকে পঙ্গপালদের চেয়ে বঙ্গপালেরা বেশি ধারাবাহিক, বেশি শক্তিশালীও। পঙ্গপালেরা অনেক দিন পর পর আসলেও বঙ্গপালরা প্রায় নিয়মিতই আসে। আসে বললেও ভুল হবে, তারা তো এখানেই থাকে! বাংলাদেশে অনেক দিন যাবত বড় ধরনের বন্যা, ঘূর্ণিঝড় না হওয়ায় এতদিন শুধুমাত্র কাবিখার চাল চুরি করে জীবনধারণ করতে হয়েছে বঙ্গপালদের। করোনার কারণে সরকারি ত্রাণের এই সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চাইবে না চালখাদক বঙ্গপালেরা। তাই তাণ্ডব একটু বেশি হতে পারে।

চেনার সুবিধার্থে বঙ্গপাল ও পঙ্গপালদের মাঝে পার্থক্যের কথাও বলেন এই বঙ্গপাল গবেষক। তিনি বলেন, শুধুমাত্র ক্ষুধা লাগলে পঙ্গপালেরা ফসল খেয়ে ফেলে। কিন্তু বঙ্গপালেরা ক্ষুধা বা প্রয়োজন ছাড়াও চুরি করে। বঙ্গপালদের (চাল চোর) এক ধরণের চুরির নেশায় নেশাখোর কীট বলেও আখ্যায়িত করেন তিনি।

ফসলের ক্ষেতে কৃষক গামছা নিয়ে ধাওয়া করলে পঙ্গপালেরা চলে যায়। কিন্তু বঙ্গপালেরা যায় না। উলটো গামছা দিয়ে তাড়াতে আসা মানুষকেই গলা পেঁচিয়ে ধরে তারা। নাবিল নামের এক জুনিয়র প্রজন্মের বঙ্গপালের (চাল চোর) উদাহরণ টেনে এই গবেষক বলেন, '৩০শে মার্চ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বঙ্গপাললীগের সভাপতি জসিম হালদারের দল ত্রাণের চালের উপর আক্রমণ করেছিলো। সেখানে তাদেরকে থামাতে যাওয়া স্থানীয় সাংবাদিক সাগর চৌধুরিকে প্রচুর মারধর করে বঙ্গপাললীগের সভাপতির ছেলে, বঙ্গপাল বিশ্ববিদ্যালয় বঙ্গলীগের সদস্য নাবিল হালদার (খবর: বাংলা ট্রিবিউন)।

করোনা, বঙ্গপাল এরপর যদি পঙ্গপাল আসে তাহলে আমরা কীভাবে তা সামাল দিবো? এক পঙ্গপাল গবেষকের কাছে জানতে চাইলে তিনি আশ্বস্ত করে বলেন, 'বঙ্গপালরা যেভাবে তান্ডব চালাচ্ছে, তাতে পঙ্গপাল না আসার সম্ভাবনাই বেশি। আসলেও এই দেশের বঙ্গপালরা পঙ্গপালদের পেট কেটেও চাল বা ফসল চুরি করতে পারে। এত রিস্ক নিয়ে পঙ্গপালরা মেবি আসবে না।'

 

আরও পড়ুন:

বাংলাদেশের অফলাইনে মহাসমারোহে চলছে চাল চুরি নিয়ে সিরিজ 'রাইস হাইস্ট'

আফ্রিকান কীট পঙ্গপাল ও দেশি কীট বঙ্গপালের মধ্যে ১০টি পার্থক্য

৭০১৫ পঠিত ... ১৯:৩৪, এপ্রিল ০৮, ২০২০

Top