কুমিল্লায় দেখা যাচ্ছে নতুন নতুন নোনা পানির জলাশয়

১৩৬ পঠিত ... ১৬:৫৭, এপ্রিল ০৭, ২০২৪

1A

আসছে ইদ, বাড়ছে বাড়িগামী মানুষের সংখ্যা। প্রতিদিনই হাজার হাজার স্বপ্ন বাড়ি যাচ্ছে আর এসব স্বপ্নকে বাড়ি যেতে হচ্ছে কুমিল্লা হয়ে। তবে এতে ঘটতে শুরু করেছে নতুন এক বিপত্তি, বিশেষ করে কুমিল্লাবাসীদের জন্য। মানুষদের দেশের বাড়িতে নিয়ে যাওয়া বাসগুলো বিরতির জন্য থামছে কুমিল্লায়, আর এত মানুষের চাপে কুমিল্লার বিভিন্ন পয়েন্টে দেখা যাচ্ছে নতুন নতুন নোনা পানির জলাশয়। হুট করে এত নোনা পানির জলাশয় বেড়ে যাওয়ায় কুমিল্লার ইকোসিস্টেমে ব্যাঘাত ঘটছে বলে জানান স্থানীয় এক পরিবেশবিদ। এমনকি আগে থাকা সাধারণ জলাশয়গুলোতেও লবণের পরিমাণ কিছুটা বেড়েছে  বলে জানান মাছেরা। 

এক মাছের সাথে কথা বলতে গেলে তিনি বলেন ‘জীবন যৌবন সব শেষ! আপনারা মানুষেরা আগে শুধু প্লাস্টিক ফেলে যেতেন এখন লবণও দিয়ে যান, পানিতে বাড়তে থাকা লবণ দিনরাত খেতে খেতে নিজেকে এখন আয়োডিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে হয়।’   

অন্যদিকে দক্ষিণে যাওয়া বাসগুলোকে কুমিল্লার বদলে নোয়াখালী কিংবা ফেনীতে বিরতি নেওয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লার স্থানীয় নাগরিক সমাজ। ‘নোনা পানি মুক্ত কুমিল্লা চাই’ নামক সংগঠনের ব্যানারে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশও করছে তারা।

 

১৩৬ পঠিত ... ১৬:৫৭, এপ্রিল ০৭, ২০২৪

Top