নামের আগে বাংলা থাকায় বাংলা ব্লকেডের মানে বুঝছেন না ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা

২৭৭ পঠিত ... ১৫:৪৬, জুলাই ১১, ২০২৪

19

সারাদেশে চলছে বাংলা ব্লকেড! কোটা আন্দোলনে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তাদের এই রাস্তায় নেমে আসাকেই বলা হচ্ছে বাংলা ব্লকেড! এই সহজ বিষয় আমরা সবাই বুঝলেও বুঝে উঠতে পারছে না ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা। এক ভুয়া কিন্তু ট্রাস্ট মি ব্রো সূত্র থেকে জানা গিয়েছে, ব্লকেডের মানে বুঝতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু, ব্লকেডের আগে বাংলা থাকায় আটকে গিয়েছেন তারা। কীভাবে বের হবেন বুঝে উঠতে পারছেন না।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীর সাথে কথা বললে তিনি জানালেন, ব্লকেড না বোঝার তো কিছু নেই। উই নো ব্লকেড মানে কী! কিন্তু, হোয়াদ্দা ফাআআ ইজ বাংলা ব্লকেড? একটা ইংরেজি শব্দের আগে এভাবে আউট্টা নো হোয়ার বাংলা নিয়ে আসলে আমরা কীভাবে বুঝব? এরকম কাজ করার আগে একবার ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের কথাও চিন্তা করা উচিত।

তার সাথে গলা মিলিয়ে অন্য একজন বললেন, দরকারে আমাদের জন্য একটা ডিকশনারি করে দেওয়া হোক। ওর এলস এইসব ব্যাপার আমাদের হাতে তুলে দেওয়া হোক আমরাই নাম দেব। আমরা নাম দিলে কখনোই এভাবে বাংলা ইংলিশ মিলিয়ে দেব না। আমি ড্যাম শিওর এই নাম দিয়েছে একটা কাপল, তাদের মধ্যে একজন বাংলা মিডিয়ামের আর আরেকজন ইংলিশ মিডিয়ামের! আমি তাদের ব্রেকআপের জোর দাবি জানাচ্ছি! এভাবে বাংলা ইংলিশ একসাথে সংসার করা সম্ভব না।

২৭৭ পঠিত ... ১৫:৪৬, জুলাই ১১, ২০২৪

Top