কাপ্তাইর ন্যাশনাল পার্কের অদূরে প্যানারোমা জুম রেস্টুরেন্ট পার্কিং। তার পাশেই একটা বিশাল বিলবোর্ড লাগানো। বিলবোর্ডে লেখা সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন কাপ্তাই ব্যাটেলিয়ন (৪১ বিজিবি)। ব্যানারটিতে পাহাড়ি আদিবাসীদের পরিচিতিমূলক অনেকগুলো ছবি। সেখানেই আপনার প্রথমবার দেখা মিলবে পাংখোয়া সিয়াম ও অবন্তির। নতুন পরিচয়ের এই সিয়াম-অবন্তির সাথে চাইলে একচোট পরিচিতও হয়ে নিতে পারেন।
ফেসবুকে সামির দেওয়ান নামের একজনের ফেসবুকে স্ট্যাটাস থেকে জানা যায়, শুধু সিয়াম-অবন্তিকে পাংখোয়া বানানোই নয়, আরও একাধিক অসঙ্গতি আছে ব্যানারটিতে। পাংখোয়াদের স্থলে যেমন সিয়াম-অবন্তির ছবি দেয়া হয়েছে তেমনি মারমাদের স্থলে দেয়া হয়েছে চাকমাদের ছবি ও ম্রোদের জায়গায় দেয়া হয়েছে ত্রিপুরাদের ছবি।
ছবিগুলো তুলেছেন গৌরব তঞ্চঙ্গা।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন