পৃথিবীটা একদিন চাঁদাবাজের হবে: চাঁদাবাজ সম্রাট কাশেম

৭৫ পঠিত ... ১৭:২০, অক্টোবর ১৭, ২০২৪

17 (18)

দেশের অনেককিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও বহাল তবিয়তে রয়ে গেছে চাঁদাবাজি। আওয়ামী চাঁদাবাজরা ৫ আগস্টের পর নিজেদের দায়িত্ব হস্তান্তর করেছেন বিএনপির চাঁদাবাজদের কাছে। নিষ্ঠার সাথে তারাও দায়িত্ব পালন করে যাচ্ছেন।

চাঁদাবাজ কমিউনিটি স্বপ্ন দেখছেন, পৃথিবীটা একদিন চাঁদাবাজদের হবে। নিজের স্বপ্নের ব্যাপারে ভোরে ঘুম থেকে উঠেই এমনটা জানিয়েছেন চাঁদাবাজ সম্রাট কাশেম। বাউল সম্রাট শাহ আবদুল করিমের ভক্ত এই চাঁদাবাজ নিজের নামও রেখেছেন আবদুল করিমের নামের সাথে মিল রেখেই।

তিনি বলেন, স্বর্গ-মর্ত্য সব স্থানই আমরা নিজেদের করে নেব। আমাদের পদচারণা থাকবে পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া নিজেদের দখলে নিয়ে আমরা দ্রুতই মঙ্গল, বৃহস্পতির দিকে নজর দিব।

নিজেদের স্বপ্নের ব্যাপারে জানাতে গিয়ে তিনি বলেন, কিছুদিন আগে ইলম মাস্ক নামের এক ব্যবসায়ী কী জানি একটা রকেট বানাইছে। কিন্তু আমাদেরকে চাঁদা দেয়নি। এমন একদিন আসবে, যেদিন ইলনও এসে আমাদেরকে চাঁদা দিয়ে যাবে। জ্যাকশন হাইটে চাঁদাবাজি করার যে স্বপ্ন আমাদের আছে তা দ্রুতই পুরণ হবে।

বাউল সম্রাট শাহ আবদুল করিমের সমালোচনা করে চাঁদাবাজ সম্রাট কাশেম বলেন, আমি ওনাকে পছন্দ করি। এরপরও ওনার এই লাইনটার আমি বিরোধীতা করি। উনি বলছেন, পৃথিবীটা নাকি একদিন বাউলের হবে। পৃথিবীটা বাউলের কেন হবে? বাউল হইলে কি ট্যাকা-পয়সা পাওন যায়? যায় না তো! সেজন্য আমি ওনাকে বলব, আমাদের ছায়াতলে আসতে। আমাদের সাথে সুরে সুর মিলিতে বলতে, পৃথিবীটা একদিন চাঁদাবাজের হবে।

স্বপ্ন পূরণের পথে নানান দলের মানুষদেরকে ধন্যবাদ জানিয়েছেন এই সম্রাট। তিনি বলেন, আওয়ামীলীগ আমাদের পাশে ছিল, বিএনপি আমাদের পাশে ছিল। এখন অন্তর্বর্তী সরকারও আমাদের পাশে আছে। আমাদের এই স্বপ্ন পূরণের সহযাত্রী হওয়ার জন্য তাদের সবাইকে ধন্যবাদ।

৭৫ পঠিত ... ১৭:২০, অক্টোবর ১৭, ২০২৪

Top