ভালোবাসা দিবস বাতিলের দাবি সিঙ্গেল সমাজের, সংহতি জানালেন 'আচানক ব্রেকাপ কমিউনিটি'

৬৮ পঠিত ... ১৭:৩৮, অক্টোবর ১৭, ২০২৪

14 (21)

দিবস বাতিলের এই জোড়জোড়ে এবার ভালোবাসা দিবস বাতিলের দাবি তুলেছেন নিখিল বাংলা সিঙ্গেল সোসাইটি। এই দাবির প্রতি জোর সমর্থন জানিয়েছেন ‘আচানক ব্রেকাপ কমিউনিটি’।

সম্প্রতি বাতিল হওয়া দিবসের চাইতে ভালোবাসা দিবস অনেক বেশি বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন সোসাইটির সভাপতি। তিনি বলেন, ভালোবাসা দিবস একটি প্রহসনের দিবস। জোর করে কাপলরা এই দিবস আমাদের উপর ছাপিয়ে দিতে চায়। আপনারা হয়ত জানেন না, ১৪ আগস্টে সিঙ্গেলদের চোখের পানিতে মহাসাগরগুলোতে ১ ইঞ্চি করে পানি বেড়ে যায়। আমরা এই ধরনের প্রহসনের দিবস বাতিলের জোর দাবি জানাই।

আচানক ব্রেকাপ কমিউনিটির এক সদস্য বলেন, শুধু তো সিঙ্গেলরা না, আমাদের যাদের আচানক দুম করে ব্রেকাপ হয়ে যায়, আমরাও পড়ি বিপদে। এই দিবসে আমাদেরও ইচ্ছে করে এই পৃথিবী ছেড়ে ছাত্রলীগের মতো মহাকাশে চলে যাই। কিন্তু পর্যাপ্ত স্কোর থাকে না দেখে পারি না।

সরকারের কাছে সিঙ্গেল সোসাইটি ও ব্রেকাপ সোসাইটির সদস্যদের জীবন ভিক্ষা চেয়ে এক নেতা বলেন, এইসব দিবস থাকলে আমাদের আর থাকার জায়গা থাকবে না। এই কষ্টে হয় হার্টঅ্যাটাক করে মরে যেতে হবে নইলে লুকিয়ে থাকবে হবে। এইসব পশ্চিমা দিবস বাতিল করে আমাদেরকে জান ভিক্ষা দিন।

৬৮ পঠিত ... ১৭:৩৮, অক্টোবর ১৭, ২০২৪

Top