ছাতিমকে আরও যেভাবে ব্যবহার করা যায়

১৯৪ পঠিত ... ১৭:২২, অক্টোবর ১৬, ২০২৪

22 (17)

হেমন্তের সকালে ছাতিম ফুলের তীব্র ঘ্রাণ নিয়ে দিন শুরু না করলে তো দিনটাই মাটি। আচ্ছা, ভাবুন তো, ছাতিমের ঘ্রাণ নিয়েই কি আমরা ক্ষান্ত থাকব? না, ছাতিম ফুলের কাজ কিন্তু এখানেই শেষ নয়। ওস্তাদ ছাতিম অনেক কিছুই পারে! চলুন জেনে আসি ছাতিমের বহুবিধ ব্যবহার।



১। ছাতিম ফ্লেভারের চা

দিনের শুরুতে ছাতিমের নির্যাস মিশ্রিত চায়ের কাপে চুমুক না দিলে কি চলে? ছাতিম-চা নিয়ে চুমুকে চুমুকে ভাবুন, জীবনে আর কী-ইবা দরকার! সব কিছুতেই কেমন যেন শান্তি ছড়িয়ে পড়বে।

 

২। ছাতিমের আগরবাতি

মেডিটেশন? ধর্মীয় অনুষ্ঠান? ছাতিমের আগরবাতি ছাড়া কিছুই ঠিক জমে না। একবার ছাতিমের আগরবাতি জ্বালালেন, আর মন ভেসে যাবে আকাশের ওপারে। ধ্যান করার সময় এতো আরাম আপনি আর কোথায় পাবেন!



৩। ছাতিমের কালা ভুনা

ছাতিমকে ঠিক গাছে মানায় এমন না। ছাতিমকে মানায় রান্নার চুলায়, খাবারের প্লেটে। একটু চুইঝাল দিয়ে ছাতিম কে ভুনা করে দেখুন না। এক প্লেট ভাত খেতে দারুন লাগবে! 

 

৪। ছাতিম ফ্রেগনেন্সের ওডোর রিমুভার

ওয়াশরুম কিংবা ঘর্মাক্ত দেহের দুর্গন্ধ নিয়ে আপনি কি মাঝে মাঝেই বিব্রত হয়ে যান? আপনার জন্য দরকার ছাতিমের ওডোর রিমুভার। একবার ব্যাবহারে আপনি দিন ব্যাপী ছামিমের ঘ্রাণে সুবাসিত থাকবেন। 

 

৫। ছাতিম কোলা

ছাতিমের ফ্লেবারের কোকের কথা কখনও ভেবেছেন? ফ্রিজ থেকে একটা ৪০০ মিলির কোকের বোতল বের করলেই ঝাঁঝ বের হয়ে আসবে। চুমুকে চুমুকে মনে হবে জিভ দিয়ে সুবাসিত ছাতিম পান করছেন। তপ্ত দুপুরে ছাতিম কোলা আপনার হৃদয়কে মুহূর্তেই তৃপ্ত করবে।



৬। ছাতিম ফ্লেভারড কন্ডোম

কন্ডোম তো অনেক ফ্লেবারেরই হয়ে থাকে। তবে এই মৌসুমে ছাতিমের কন্ডোমের চলটা একটু বেশিই যাবে। এক্সট্রা ডটেট ছাতিম ফ্লেভারড কন্ডোম আপনার ও আপনার প্রিয় মানুষের ব্যক্তিগত মুহূর্ত গুলোকে রাঙাবে ছাতিমের ফ্লেবারে।

 

৭। ছাতিমের বাটিক শাড়ি ও ফতুয়া

ছাতিম ফুলের সৌন্দর্যকে আপনি কাছ থেকে দেখে আসছেন অনেক দিন থেকে। ছাতিমকে গায়ে নিয়ে ঘুরতে কেমন লাগে একবার ভেবে দেখুন। ছাতিমের বাটিক তৈরি করে শাড়ি কিংবা ফতুয়ায় ছাপ দিয়ে আপনি ছাতিম যাপন করতে পারবেন সারা বছর। 

 

৮। ছাতিম ফ্লেবারের টুথপেস্ট

ছাতিমের নির্যাস দিয়ে তৈরি করা এই টুথপেস্ট আপনাকে সকাল বেলায় ছাতিমের এক মায়াবী দুনিয়ায় নিয়ে যাবে। গ্রীষ্ম,বর্ষা কিংবা শীত – যেকোনো ঋতুতে আপনি ছাতিম দিয়ে দিন শুরু করে ফেলতে পারবেন।



৯। ছাতিমের মালিশ

ছাতিমের এক অজানা ভেষজ গুন আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। ছাতিমের এই ভেষজ গুন মালিশ হিসেবে ব্যাবহার করলে আপনি যেমন শক্তিশালী হবেন সাথে তেমনি আপনাকে আর অন্যদেশের হারবালের পেছনে ছুটতে হবে না। দেশি সমস্যার সমাধান হবে দেশি ওষুধে।



১০। ছিনতাই করতে ছাতিমের গুঁড়া

ছিনতাই করতে গিয়ে নানা সময় নানাভাবে অজ্ঞান করার নজির আছে। ছিনতাইকারীরা এতদিন কাগজে সাদা সাদা অজানা গুড়া, ক্লোরোফর্ম, ছুড়ি, পিস্তল ঠেকিয়ে ছিনতাই করে আসছিলো। ছাতিম ফুলকে গুড়া করে প্রসেস করা হলেই কিন্তু তৈরি হয়ে গেলো সেই কাঙ্খিত অস্ত্র।

 

১১। চটপটিতে ছাতিমের টক

চটপটিতে ঝাল টক, মিষ্টি টক নিয়ে মারামারি করতে দেখা যায় প্রায় সময়ই। ঝাল কিংবা মিষ্টি টকের মধ্যে কোনটা এগিয়ে আছে সেটা আমরা না জানলেও, এদের দুইজনকেই মাত করে দিতে পারে ছাতিমের টক। ছাতিম গাছের নিচে একটা ফুচকার দোকান খুলে, সেখানেই ফুচকায় ছাতিমের টক দিয়ে আপনি অনেক বেশি মানুষকে আকৃষ্ট করতে পারবেন। এর পর থেকে আপনার হয়ত ঝাল কিংবা মিষ্টি টক তৈরি নাও করা লাগতে পারে।

 



 

১৯৪ পঠিত ... ১৭:২২, অক্টোবর ১৬, ২০২৪

Top