কিছুদিন ধরে রাস্তায় বের হলেই হঠাৎ করে দেখা যাচ্ছে সামনে অনেক বাস, গাড়ি দাঁড়িয়ে আছে। সামনে যাওয়ার কোনো উপায়ই নেই। আপনি না পারছেন সামনে যেতে, না পারছেন পেছনে যেতে। এই সময় মুড অফ করে বসে না থেকে মজার কিছু কাজ করলে সময়টা কিন্তু ভালো কাটবে। আসুন দেখে নিন, তখন বসে কী কী করতে পারেন।
১#
বাসে বসে বসে বিরক্ত না হয়ে নিজের এক্সকে কল দিয়ে পুরোনো ঝগড়া আরেকবার ঝালাই করে নিতে পারেন। একা বসে না থেকে, কিছুক্ষণ ঝগড়া করলেও আপনার মনের খারাপ লাগা কিছুটা কমবে।
২#
বাসের হেল্পারকে সিটে বসিয়ে নিজেই হেল্পার হয়ে যেতে পারেন। খোলা রাস্তায় দাঁড়িয়ে আশপাশের সব গাড়িকে প্লাস্টিক ডাকার মতো মজা আপনি আর কোথাও পাবেন না।
৩#
বাসের কয়েকজনকে সাথে নিয়ে আন্দোলন কিংবা মিছিলে ঢুকে যেতে পারেন। ওদের সাথে মিশে ওদের আন্দোলনকে ভিন্ন মুখে নিয়ে জ্যামটা ছাড়ানোর একটা চেষ্টা চালাতে পারেন।
৪#
আশেপাশে শপিং মল দেখে ফেলে রাখা শপিংগুলা সেড়ে আসতে পারেন। শপিং শেষ করে এসেও জায়গার বাস জায়গায়ই পাবেন।
৫#
অবরোধের সম্ভাবনা আছে এমন জায়গায় যাওয়ার আগে বাসা থেকে তাবু নিয়ে বের হতে পারেন। সাথে একটা মিনি ফ্রিজে কোল্ড ড্রিংকসের ক্যান রাখবেন। জ্যামে আটকালেই তাবু গেড়ে আয়েশ করে কোল্ড ড্রিংকস খাবেন।
৬#
অবশ্যই কানে হেডফোন গুজে গান শুনবেন না। মানুষের আলাপ শুনবেন, কান দেবেন তাদের গল্পে। মনেই হবে না আপনি জ্যামে আটকা! আপনার কাছে লাগবে আপনি কোনো একটা থ্রিলার গল্পের দুর্ধর্ষ স্পাই।