আজ যদি শেখ হাসিনা দেশে থাকত, তাহলে কী হতো?

৩৭৭ পঠিত ... ১৬:২৪, সেপ্টেম্বর ২৮, ২০২৪

13

আজ মাননীয়, উনি, আপা, দেশরত্ন, জননেত্রীর জন্মদিন। আজকের দিনে তিনি দেশের বাইরে, দেশত্যাগ করে চলে গিয়েছেন সুদূর ভারতে। যদি না যেতেন, তাহলে আজকের দিনে কী কী হতো? সবার হয়ে এটাই ভেবেছে আমাদের eআরকি প্রতিবেদক।

 

১#

মিষ্টির দোকানে থাকত উপচে পড়া ভিড়। হাতে মিষ্টির বাকস নিয়ে বের হতে দেখা যেত নেতা, ছাত্রলীগ, সহ-সভাপতিদেরকে। টিভি উপস্থাপকদের ক্যামেরার সামনে মিষ্টির দোকানদার হাসি হাসি মুখে বলতেন, বেচাবিক্রি আজকে মাশাআল্লাহ ভালো।

২#

দেশের এমনকি বিদেশের মাটিতেও হাজার হাজার মানুষ কেক কাটত, সেইসব কেক তারা ভাগাভাগি করে খেত। পত্রিকার পাতায় আমরা নিউজ দেখতাম, কেক কাটা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, আহত ৫।

৩#

আপার জন্য দেশের বিশেষ কোনো জায়গায় একটা দোয়া মাহফিলের আয়োজন করা হতো, সেই দোয়া মাহফিলে আপার জন্য ঘণ্টার পর ঘণ্টা সবাই চোখের জল নাকের জল এক করে দোয়া করত। সেই দোয়া মাহফিল থেকে আরবি সাউন্ড ব্যাকগ্রাউন্ডে তৈরী হতো হাজার হাজার রিলস।

৪#

দেশের প্রতিটা নিউজ মিডিয়ার প্রথম পাতায় আপার বড় করে একটা ছবি এবং তেল মাখানো শুভেচ্ছা বাণীর ছড়াছড়ি থাকত। যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান গরিব, তাদের শুভেচ্ছাবাণী থাকত ভেতরের পাতায়।

৫#

অনেকের ফেসবুক প্রোফাইল বদলে আপার ছবি প্রোফাইলে উঠে আসত। আপনি বুঝতেই পারতেন না, কে বন্ধু আর কে আপা।

৩৭৭ পঠিত ... ১৬:২৪, সেপ্টেম্বর ২৮, ২০২৪

Top