যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন আইফোন ১৬

৩০০ পঠিত ... ১৫:৫৪, সেপ্টেম্বর ২৩, ২০২৪

10

বাজারে চলে এসেছে আইফোন ১৬। আইফোন হচ্ছে গ্রামের সেই বাসা, যেখানে কোনোদিনও পরিবার পরিকল্পনার কেউ যেতে পারেনি। একটার পর একটা আসতেই আছে। এবার আইফোন ব্র্যান্ড নিয়ে এসেছে শুধু আইফোন ১৬ কিন্তু আমরা নিয়ে এসেছি আপনি এবং আইফোন। জেনে নিন আপনার সাথে আইফোন ১৬-র কত মিল।

 

১#
আপনি প্রতিরাতে ঘুমানোর আগে চিন্তা করেন, কাল থেকে বদলায় যাবেন। একটু চেঞ্জ হয়ে উঠবেন। তারপর শুধু কাপড়টাই বদলান, নতুন করে বদলানোর আর কিছুই করেন না।

২#
আপনার পরিবারে একবার একজন ক্লাস ফাইভে পিএসসি এক্সাম দিয়ে জিপিএ-৫ পেয়েছিল, তারপর সেই জিপিএ-৫ ট্যাগ আপনাদের পরিবারের পেছনে আজীবনের জন্য লেগে গিয়েছে। সবাই মনে করে আপনারা সব ভাইবোনই জিপিএ-৫ পাবেন।

৩#

আপনি আপনার বাবা-মা, আত্মীয়-স্বজন, দাদা-দাদি কারোরই ইচ্ছা না, আপনি আসলে পরিবারের নাম টিকিয়ে রাখার চাপে পৃথিবীতে চলে আসছেন।

৪#

আপনাকে বাসা থেকে সবসময় বলা হয়, আপনি বাকি ভাইবোনদের থেকে একদম আলাদা। আপনার প্রতি ভালোবাসাও আলাদা, কিন্তু দিনশেষে আপনাকে ট্রিট করা হয় তাদের মতো করেই।

৫#

আপনি যতটা না দামি তার থেকে কম কাজের, কিন্তু এটা কেউ একবার ব্যবহার না করলে রিয়েলাইজ করতে পারে না।

 

৩০০ পঠিত ... ১৫:৫৪, সেপ্টেম্বর ২৩, ২০২৪

Top