বাংলাদেশের অফলাইনে মহাসমারোহে চলছে চাল চুরি নিয়ে সিরিজ 'রাইস হাইস্ট'

২৬৭৮ পঠিত ... ২০:০৯, এপ্রিল ০৯, ২০২০

নেটফ্লিক্সের ক্রাইম, থ্রিলার জনরার সিরিজ মানি হাইস্ট চলছে অনলাইনে। তবে বাংলাদেশের অফলাইনে চলছে মানি হাইস্টের চেয়েও কয়েকগুণ বেশি থ্রিলিং ও বিচারহীন ক্রাইমের সিরিজ 'রাইস হাইস্ট'।

নেটফ্লিক্সের মানি হাইস্টের শত বছর আগে থেকেই বাংলাদেশি সিরিজ 'রাইস হাইস্ট' রিয়ালিটি শো মঞ্চস্থ হয়ে আসছে। তবে করোনা নামে লেটেস্ট সিজনের এপিসোডগুলোর জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে সবকিছুকে। অনেক ক্রিটিকরা ধারণা করছেন, বিশ্ববিখ্যাত ওশান্স সিরিজকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশি 'দে কাসা লে রাইস' বা 'রাইস হাইস্ট' সিরিজটি।

রাইস হাইস্ট সিরিজের গল্পের গাঁথুনি বেশ দারুণ। একদম ঝরঝরে স্ক্রিনপ্লে, নিখুঁত ও প্রেডিক্টেবল কাহিনির এমন কাজ বিশ্বের আর কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে নেয়া এতগুলোর চরিত্রের সমন্বয় করার পরও গল্পের এমন ধারাবাহিকতা, এমন মিলের কোন সিরিজ কিংবা মুভি আইএমডিবিও দেখাতে পারবে না। কি দারুণভাবেই না সবগুলো ক্যারেক্টারকে একই স্ক্রিনপ্লে, একই স্ক্রিপ্টে ফেলে দিয়েছে পরিচালক, যার ফলে মাত্র ৮-১০ টা ক্যারেক্টার সামনে আসার পরই দর্শক বুঝে ফেলেছে, বাকি ক্যারেক্টারগুলোও একই রকম অভিনয় করবে। তাও পর্দায় শ্যুট করা ছাড়াই, মঞ্চ ছাড়াই একদম চোখের সামনে ঘটে যাওয়া জীবন্ত ঘটনা এগুলো।

'রাইস হাইস্ট' সিরিজে চাল চুরিতে ব্যাঘাত ঘটতে পারে ভেবে পরিচালক-প্রযোজকরা কোন কোন ক্ষেত্রে পুলিশ ক্যারেকটারকেও নিয়ে এসেছেন নায়কদের (নাকি ভিলেন!?) পাশে। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন তারাও। নিরবচ্ছিন্ন গল্পের এমন মুন্সিয়ানা সত্যিই বিরল।

তবে এক বিশিষ্ট ফিল্ম ক্রিটিক বলেছেন একটু ভিন্ন কথা। পরিচালককে রাইস হাইস্ট সিরিজের নায়কদের মাসতুতো ভাই বলেও দাবি করেন এই ফিল্ম ক্রিটিক। তিনি বলেন, 'মাসতুতো ভাই ছাড়া এমন ক্রাইম গল্পের পরিচালক ও চরিত্রের মাঝে এত মিল আপনি কোথাও খুঁজে পাবেন না।'

বাংলাদেশি রাইস হাইস্ট সিরিজের ধুন্ধুমার অফলাইন জনপ্রিয়তা দেখে মানি হাইস্ট না বানিয়ে এরপর এই সিরিজকেই রিমেক করবে বলে ভাবছে নেটফ্লিক্স। নেটফ্লিক্সের এক কর্মকর্তা জানান, 'সিনেমার পর্দায় তো চুরি-ডাকাতি করাই যায়। তবে বাংলাদেশে চাল চুরির ঘটনার মতো থ্রিল আমাদের মানি হাইস্টের চার সিজনেও নেই। এত ভালো গল্প রেখে হুদাই এত কষ্ট করে গল্প লেখাইলাম। রাইস হাইস্টই আমাদের নেক্সট প্রজেক্ট। করোনার পরেই আন্দোলন, সরি, শুটিং শুরু হবে।'

 

আরও পড়ুন:

দেশে পঙ্গপাল আসার আগেই ত্রাণের চাল খেয়ে নিচ্ছে বঙ্গপালেরা

আফ্রিকান কীট পঙ্গপাল ও দেশি কীট বঙ্গপালের মধ্যে ১০টি পার্থক্য

২৬৭৮ পঠিত ... ২০:০৯, এপ্রিল ০৯, ২০২০

Top