কবি আখতারুজ্জামান আজাদের 'ভুল করে জব্বার, শেখা হয় সব্বার' কর্মসূচী 

১৯৫১ পঠিত ... ১৭:৫০, এপ্রিল ১৭, ২০২৪

16 (2)

বাংলা বানান নিয়ে বেশ সচেতন কবি আখতারুজ্জামান আজাদ। নিজে তো ভুল করেনই না, উনি চান বাকিরাও যেন বানান ভুল না করে। ফেসবুকে নিয়মিতই সঠিক বাংলা বানান নিয়ে নানান কর্মসূচী করেন তিনি। সঠিক বাংলা বানানের জন্য ফেসবুকে ‘আখতারুজ্জামান আজাদের বাংলা ক্লাস’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করেন তিনি। সঠিক বাংলা বানানের এই উদ্যোগে আখতারুজ্জামান আজাদের সাথে নীরবে কাজ করে যাচ্ছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। 

ফেসবুকে নিজের প্রোফাইলে বাংলাতেই স্ট্যাটাস দেন মোস্তফা জব্বার। অন্যান্য অনেক মানুষের মতোই মন্ত্রীর স্ট্যাটাসে থাকে অসংখ্য বানান ভুল। সেই স্ট্যাটাসের প্রতিটা ভুল বানান নিয়ে নিজের ফেসবুকে বিশ্লেষণধর্মী একটি লেখা প্রকাশ করেন কবি আখতারুজ্জামান আজাদ। কোন বানানটা ভুল, কেন ভুল, সঠিক বানান কী ও কেন—এমন নানান বিশ্লেষণ থাকে আজাদের সেই লেখায়। কবি আখতারুজ্জামান আজাদ এই পুরো কর্মসূচীর নাম দিয়েছেন—ভুল করে জব্বার, শেখা হয় সব্বার। কবির ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, একজনের করা ভুলের মাধ্যমে যাতে অন্যরাও শিখতে পারে সেজন্য এমন উদ্যোগ।

মোস্তফা জব্বার ছাড়াও অনেক সেলিব্রেটিদের ভুল বাংলা বানানে দেয়া স্ট্যাটাসের মাধ্যমেও ফেসবুকের জনসাধারণকে সঠিক বাংলা বানানের ছবক দিয়ে যাচ্ছেন আজাদ। ফেসবুকে আখতারুজ্জামান আজাদের প্রোফাইলের ফটোজ অ্যালবামের ‘বাংলা ক্লাস’ নামের অ্যালবামে গিয়ে দেখা পাওয়া যায় আরও অনেক মোস্তফা জব্বারের। যারা নীরবে আখতারুজ্জামান আজাদের সাথে দেশের মানুষকে বাংলা বানান শেখানোতে সহযোগিতা করছেন। এই লিস্টে আছেন—সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, সুনিধি নায়েক, আসিফ নজরুল, ব্যারিস্টার সুমনসহ আরও অনেকে।  

সঠিক বাংলা বানানের এই উদ্যোগ আরও এগিয়ে যাক। আরও বেশি বেশি ভুল করুক মোস্তফা জব্বার, আরও বেশি বেশি শেখা হোক সব্বার।

(কবি আখতারুজ্জামান আজাদের লেন্সে আমাদের এই লেখায়ও অনেক বানান ভুল থাকতে পারে। সেজন্য আমরা অগ্রীম ক্ষমাপ্রার্থী)

১৯৫১ পঠিত ... ১৭:৫০, এপ্রিল ১৭, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top