আসছে Mad Max সিনেমার সিক্যুয়েল, শুটিং ঢাকায়

১৭৭ পঠিত ... ১৬:৩৩, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

429297044_1437523360183026_6584116661211264685_n

অনেকদিন ধরে আসবে আসবে করে জানা গেল সামনের বছরই আসছে বিশ্ববিখ্যাত সিনেমা Mad Max এর সিক্যুয়েল। তবে এর চেয়ে অবাক করা তথ্য হচ্ছে, আগামী পার্টের শুটিং হবে ঢাকায়। বিষয়টির সত্যতা যাচাইয়ে এর ডিরেক্টর George Ogilvie, George Miller এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা প্রবাস থেকে ইমো কলে বলেন, ‘প্ল্যান অনেকদিন ধরেই ছিল সিনেমাটার কাজ আগানোর, কিন্তু মনমতো পরিবেশ না পাওয়ায় কাজ শুরু করতে পারছিলাম না। অবশেষে আমাদের বিশেষ-অজ্ঞ টিমের অনেক পরীক্ষা নিরীক্ষার পক্ষ ঢাকাকে এই সিনেমার দৃশ্যায়নের জন্য উপযুক্ত মনে হয়েছে। রেকি করতে যাওয়া আমাদের টিমও ঢাকার বাতাস ও ধূলাবালি নিয়ে বেশ সন্তোষজনক মন্তব্য করেছে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মেয়রদের যাদের কল্যাণে আমাদের পোস্ট প্রডাকশন কস্ট অনেকটাই বেঁচে যাবে, কারণ আগের পার্টগুলোতে নকল মরুভূমি তৈরি করতে কিংবা ধূলাবালির জন্য আমাদের ব্যাপক খরচ করতে হয়েছিল, কিন্তু ঢাকায় এসবের কোনো ঝামেলাই নেই। মিরপুর কিংবা উত্তরার ধূলাতেই পুরো সিনেমার শুটিং শেষ করে ফেলতে পারব বলে আশা করছি।’

অন্যদিকে Mad Max এর শুটিংয়ের খবর জানার পর থেকে শহরবাসীর মনে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। ঢাকার আরও গাছ কেটে ঢাকার পরিবেশকে পুরোপুরি Mad Max উপযোগী করে তোলার জন্য মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন অসচেতন নাগরিক সমাজ। এ ব্যাপারে অসচেতন নাগরিক সমিতির সভাপতি আমাদের বলেন, ‘শুধু আগামী পার্ট কেন, দরকার হলে Mad Max এর সবগুলো পার্টের শুটিং যাতে ঢাকায় করা যায়, আমরা মেয়রদের কাছে সে দাবি জানাই। পুরো ঢাকাকে গাছশুন্য করে ফেলা হোক, বিশ্বদরবারে পৌঁছাতে হলে গাছের চেয়ে Mad Max অনেক বেশি কার্যকরী। পাশাপাশি আমাদের দক্ষিণের মেয়রকে এই সিনেমায় একটা রোল দিলেও বেশ ভালো লাগবে।‘

১৭৭ পঠিত ... ১৬:৩৩, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

Top