দুষ্টু ক্যামেরাম্যান ও দুষ্টু দর্শক তত্ত্ব

১৮৯ পঠিত ... ১৭:৪০, এপ্রিল ২৯, ২০২৪

12 (7)

লেখা: জোবায়েদ আহসান

আমার সামনে টিভি চলছে।

সেখানে এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া নাচছেন। রাম চাহে লীলা চাহে। তার সাথে প্রায় এক ডজন এক্সট্রা। তারাও নাচছেন। ভালো করে খেয়াল করে দেখলাম তাদের মধ্যে অনেকেই প্রিয়াঙ্কার চেয়ে ভালো নাচেন।

এক্সট্রাদের নাচ দেখতে গিয়ে আমি একটা মজার খেলা আবিষ্কার করলাম। খেলাটা আপনিও ট্রাই করতে পারেন। টিভিতে একটা একটা গান ছেড়ে দিয়ে নায়িকার দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে শুধু পিছনের এক্সট্রাদের নাচ দেখার চেষ্টা করেন।

দেখবেন বেশিক্ষণ পারা যায় না। কিছুক্ষনের মধ্যেই আপনার মনোযোগ নায়িকার উপর ফিরে আসবে। বুঝলাম, নায়িকা যখন নাচে, তার সাথের এক্সট্রাদের আমরা কখনোই দেখি না। এমনকি তাদের মাঝে নায়িকার থেকে সুন্দর কেউ থাকলেও না।

যদি প্রিয়াঙ্কাকে এক্সট্রাদের জায়গায় দিয়ে প্রিয়াঙ্কার জায়গায় একজন এক্সট্রাকে আনা হয়, ফোকাস আগের জায়গাতেই রেখে, তখন কিন্তু  আমরা ওই এক্সট্রাকে দেখবো।  পিছনে দাঁড়ানো প্রিয়াংকাকে নয়। কারণ কী ?

কারণ ক্যামেরায় 'ফোকাস' বলে একটা জিনিস আছে। এই ফোকাস বাবাজি আমাদের যা দেখাতে চায় আমরা তাই দেখি। ঠিক এই কারণে টিভিতে ক্রিকেট খেলা দেখাটা মাঠে বসে দেখার চেয়ে সহজ। টিভিতে বল খুঁজে নিতে হয় না - ব্যাটসম্যান বল মারার পরেই ক্যামেরার ফোকাস বলের উপর চলে যায়, আমরা দেখি চার হলো নাকি ছয় হলো।

আর মাঠে বসে দেখলে দেখবেন, বল আমাদের নিজেদেরই খুঁজে নিতে হয়। মাঝে মাঝে এমনও হয়, একদিক দিয়ে চার হচ্ছে, আর আপনি বল খুঁজছেন অন্য দিকে। হয় না?   

ক্যামেরার এই ফোকাস ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। এর কাজই হচ্ছে দর্শকের মনোযোগ নায়ক বা নায়িকার উপর আটকে রাখা। প্রিয়াঙ্কার ওই নাচটাই যদি মঞ্চে হতো, আমি যাকেই দেখতে চাই তাকেই দেখতে পারতাম। চোখ একজনের উপর গিয়ে আটকে যেত না। তার মানে নায়ক বা নায়িকা আসলে পুরোটাই ফোকাসের খেলা। যার উপর যত ফোকাস, সেই ততো হিরো।

সম্প্রতি ব্যারিষ্টার সুমনের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তার চেয়েও বেশি ভাইরাল হয়েছে তার পিছনে দাঁড়িয়ে থাকা সুন্দরী মডেল কাম আইনজীবি পিয়া জান্নাতুল। কিন্তু আমার উপরের থিওরি মতে এমনটা তো হবার কথা না। এখানে তো পিয়া জান্নাতুল এক্সট্রা। ভিডিওটা কয়েকবার ভালো করে খেয়াল করে দেখলাম।

দেখে মনে হলো, ক্যামেরাম্যান সুমন সাহেবের কথা শোনালেও তার ক্যামেরার ফোকাসটা কি পিয়া জান্নাতুলের দিকেই করা ছিল? যদি তাই থাকে তাহলে বলতেই হয়, দুষ্টু ক্যামেরাম্যান।

আর যদি না থাকে, তাহলে বলতেই হয়, দুষ্টু দর্শক সব।

১৮৯ পঠিত ... ১৭:৪০, এপ্রিল ২৯, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top