বাসের পেছনে দৌড়ে ম্যারাথন জেতার প্রস্তুতি নিচ্ছেন জিগাতলার সুমি

১০৪ পঠিত ... ১৮:১৪, মে ১৫, ২০২৪

38 (4)

ম্যারাথনে জেতার প্রস্তুতি হিসেবে কতকিছুই শোনা যায়। এই প্রথম এমন অবিশ্বাস্য ব্যাপার উঠে এলো। বাংলাদেশের রাজধানী ঢাকার জিগাতলায় অবস্থানরত সুমি, ২৪ তারিখ হাতিরঝিলে অনুষ্ঠিত সেনোরা লং ঢাকা উওমেন'স ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য প্রতিদিন জিগাতলা থেকে বাসের পেছনে দৌড়ে সিটি কলেজ যাচ্ছেন। এটাই নাকি তার একমাত্র প্রস্তুতি, এবং এই প্রস্তুতির কারণেই তিনি জিতে আসবেন সেনোরা লং ঢাকা উওমেন'স ম্যারাথন।  

এ ব্যাপারে সুমির বক্তব্য জানতে চাইলে তিনি জানালেন, আমি প্রথমে ভেবেছিলাম মাঠে, বা এমন কোনো পার্কে যাব গিয়ে প্রস্তুতিমূলক দৌড় এবং ব্যায়াম করব। কিন্তু, একদিন ভেবে দেখলাম আমার আসলে এসবের দরকার নেই। এমনকি আমার মনে হয় বাকিদেরও না। আমাদের প্রতিদিন যেই পরিমাণ দৌড়ের ওপর থাকতে হয়, তারমধ্যে বাসের দৌড় অন্যতম! বাস ড্রাইভারকে দুইদিন আগে সিগন্যাল দিলেও সে আপনার থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াবে। প্রতিদিন সকাল, বিকাল, সন্ধ্যা, রাত আমার ২ কিলোমিটার করে দৌড়াতে হয়। এটা শুধু আমার না, প্রায় সব মেয়েদের। এজন্য আমি ভেবেছি এসব প্রস্তুতি আমি বাসের পেছনেই নেব।

সুমির এমন জীবনমুখী সিদ্ধান্তের কথা জানাজানি হলে বাস চালক সমিতিও খুশি হলেন। তারা জানালেন, আফারা যেহেতু চায় আমরা তাইলে এখন থেকে এক কিলোমিটার বাড়িয়ে দিলাম। তাদের সুবিধার জন্য আমরা ৩ কিলোমিটার দূরে দৌড়াইয়া আনমু।

১০৪ পঠিত ... ১৮:১৪, মে ১৫, ২০২৪

Top