বিয়ে বা জন্মদিনের তারিখ ভুলে গেলে যা করবেন

৫১৯ পঠিত ... ১৮:২২, মে ১৫, ২০২৪

36 (6)

বিয়ের অ্যানিভার্সারির ডেট কিংবা সঙ্গীর জন্মদিন ভুলে আমরা অনেকেই যাই, কিন্তু তাই বলে কী প্রথমেই হার মেনে একগাদা কথা শুনবেন? মোটেও না, আপনার জন্য আমরা নিয়ে এসেছি কিছু অব্যর্থ টিপস। যদি কোন কারণে ভুলে যান এসব তারিখ তবে কাজে লাগিয়ে ফেলুন এগুলো…

১। শুরুতেই ব্লেইম গেম খেলা শুরু করুন। জন্মদিন বা অ্যানিভার্সারির কথা মনে করিয়ে দেয়ার সাথে সাথে বোল পালটে একটা সারপ্রাইজ জনরার হাসি দিন। সাথে বলুন যে, আপনি আসলে দেখতে চাচ্ছিলেন সে মনে রেখেছে কিনা

২। একটি পলিটিক্যাল খেলতে পারেন চাইলে। সরকারি দলের নেতাদের মতো এই ভুলে যাওয়ার ব্যাপারটাকে বিরোধী দলের ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করুন

৩। নিজেকে দেশের নির্বাচনী ব্যবস্থার ফ্যান হিসেবে দাবি করুন এবং বলুন সব প্ল্যান রাতের জন্য করা হচ্ছে এবং দ্রুত রাতে কিছু একটা ব্যবস্থা করুন

৪। আর কোন উপায় কাজে না দিলে, সারেন্ডার করে ফেলুন, ঘরকে গেস্টরুম আর সঙ্গীকে সিনিয়র সহমত ভাই হিসেবে মেনে নিয়ে বাকিটা উপরওয়ালার উপরে ছেড়ে দিন

৫। ডাক্তার বন্ধু থাকলে তাকে কাজে লাগান। আপনার অ্যালঝেইমার আছে কিংবা আপনি লম্বা সময়ের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, ডাক্তার বন্ধুকে দিয়ে এমন রিপোর্ট বানিয়ে নিন। বেঁচেও যাবেন, অসুস্থ হওয়ার কারণে আদর যত্নও পাবেন

৫১৯ পঠিত ... ১৮:২২, মে ১৫, ২০২৪

Top