রাফসানের বাবা যেভাবে ব্যাংক ঋণ শোধ করতে পারেন

৫৮১ পঠিত ... ১৮:০০, মে ১৪, ২০২৪

17 (6)

ট্রাস্ট ব্যাংক থেকে নিজেদের প্রতিষ্ঠানে নামে আড়াই কোটি টাকা ঋণ নিয়েছেন ফুড ভ্লগার রাফসানের বাবা ও মা। সময় চলে গেলেও এই ঋণ শোধ করছেন না তারা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। এইসব আলোচনা সমালোচনায় না গিয়ে eআরকি ভেবে দেখার চেষ্টা করেছে, কীভাবে রাফসানের বাবা এই ঋণ শোধ করতে পারে। 

১# ক্রাউড ফান্ডিং করে:

'এগিয়ে আসুন' শিরোনামে তিনি বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে পারেন। তবে বর্তমান সময়ে ফেসবুক ইভেন্ট খুলে ক্রাউড ফান্ডিং করাটা আরও বেশি যুগোপযোগী। তবে ইভেন্ট ডেস্ক্রিপশনে অবশ্যই বড়সড় একটি আবেগী প্যারাগ্রাফ লিখে বিস্তারিত জানাতে হবে। এ কাজটি করে সাহায্য করতে পারেন সালমান মুক্তাদির।

২# সদ্য কেনা ছেলের অডি গাড়ি দিয়ে ভ্লগ বানিয়ে:

ছেলের মতো এখন বাবাও বনে যেতে পারেন ভ্লগার। নতুন গিফট পাওয়া অডি গাড়ি দিয়ে ভ্লগ বানিয়ে বানিয়ে খুলে ফেলতে পারেন ‘রাফসান দ্য ফাদার’ নামে একটি চ্যানেল। এরপর নিয়মিত অডি গাড়ির লাইফস্টাইলের ভিডিও প্রকাশ করে টাকা আর্ন করে সেই টাকা দিয়ে ঋণ শোধ করে দিতে পারে।

৩# সাড়ে ৩ কোটি থেকে ঋণ ৩০০ কোটিতে নিয়ে গেলে

রাঘববোয়াল ঋণখেলাপিদের মতো হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে চলে যেতে পারেন ধরা ছোঁয়ার বাইরে। অর্থনীতিবিদরা বলছেন, মাত্র সাড়ে ৩ কোটি টাকা হওয়াতেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো ঘটনাটি এতো লাইমলাইট পেয়েছে। হাজার হাজার কোটি টাকা হলে এমন হবার কোনো সম্ভাবনাই ছিলো না।

৪# আরও একটা ঋণ নিয়ে

উনি আগে আড়াই কোটি টাকা ঋণ নিতে পেরেছেন। তার মানে ব্যাংক থেকে ঋণ নেয়ার মত তার যথেস্ট লবিং আছে। এই লবিং কাজে লাগিয়ে তিনি অন্য একটা ব্যাংক থেকে আরও ৫ কোটি ঋণ নিতে পারেন। এরপর ট্রাস্ট ব্যাংকের ঋণ শোধ করে বাকি টাকা দিয়ে রাফসানকে একটা অডি গিফট করতে পারে।

৫# চট্টগ্রামের মেয়ের সাথে বিয়ে দিয়ে

প্রোবেবল সমাধানগুলোর মধ্যে সবচেয়ে সহজ সমাধান এটি। রাফসান এবং তার ভাই দু'জনই যদি চট্টগ্রামের বিত্তশালী এবং সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করে,তাহলে সাড়ে তিন কোটি টাকা ঋণ পরিশোধ করার পরও উচ্ছিষ্ট থাকবে। তবে এতে করে সুনেহরার হৃদয়ভঙ্গ হলে এর দায়ভার ইয়ার্কি নিবে না।

৫৮১ পঠিত ... ১৮:০০, মে ১৪, ২০২৪

Top