ভিসা ছাড়া কি আসলেই ৪২টা দেশে যাওয়া যায়? 

২২৩ পঠিত ... ১৭:২৮, এপ্রিল ২৯, ২০২৪

1 (11)

বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী? বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় কতগুলো দেশ ভ্রমণ করা সম্ভব? 

উত্তর হল ৪২টি দেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্সের সূচকমতে, শক্তিশালী পাসপোর্টের দিক থেকে প্রথম স্থানে আছে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের নাগরিকেরা বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৭তম। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে তারা।

কিন্তু সত্যিই কী বাংলাদেশের একজিন সাধারণ মানুষ চাইলেই ৪২টি দেশে যেতে পারবে? আসুন জেনে নেই এর প্রকৃত হিসাব। 

প্রথমেই বলি উত্তর ও দক্ষিন আমেরিকা এবং ওশিনিয়াক দেশগুলোর কথা। এই অঞ্চলের কোন দেশেই সাধারণ বাংলাদেশিরা চাইলেই চলে যেতে পারবে না। এসব দেশে যেতে আপনাকে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যর ট্রানজিট ভিসা নিতে হবে, যার কোনটাই সাধারণ মানুষ পেয়ে থাকে না। 

এখানেই ১১+৮+১= ২০টি দেশে যাওয়ার সুযোগ কমে গেল। 

আফ্রিকার দেশগুলোতে পর্যটনের জন্য তেমন জনপ্রিয় না। এমনকি খুব বেশি নিরাপদও না। তাই যাওয়ার সুযোগও কম। 

এখানে গেল ২০+১৬= ৩৬টি দেশ 

কম্বোডিয়া যেতে গেলে ডিটেনশন রুমে ২/৪ ঘন্টা জেরা চলে। ভালো ট্রাভেল হিস্ট্রি আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে পরের ফ্লাইটেই দেশে ফেরত। ভালো ব্যাকগ্রাউন্ড না থাকার কারনে ইমিগ্রেশনে হেনস্থা হবার খবর আমরা নিয়মিত দেখি।  

আরও গেল ৩৬+১= ৩৭টি দেশ।

এরপর রয়েছে পূর্ব তিমুর । আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি আর ভালো কোন কারণ, জব/ব্যবসা না থাকলে ঢাকা বিমানবন্দর আপনাকে ছাড়বে না।

তাই ৩৭+১= ৩৮ টা দেশ নাই।  

রইল বাকি ভূটান, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ। ৪টি দেশ, যেখানে বাংলাদেশিরা বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন। 

বাংলাদেশে যে ৪২টি দেশে বিনা ভিসায় ঘুরতে যাওয়ার অনুমতি আছে: 

এশিয়া: ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।

দক্ষিণ আমেরিকা: বলিভিয়া।

আফ্রিকা মহাদেশ: বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো, কেনিয়া।

ক্যারিবিয়ান অঞ্চল: বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

ওশেনিয়া অঞ্চল: কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু এবং কিরিবাতি।

২২৩ পঠিত ... ১৭:২৮, এপ্রিল ২৯, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top