এয়ার কুলার কিনে মানুষ কীভাবে পাচ্ছে ভিসা? ট্রেন্ড পরিচিতি

৬৮ পঠিত ... ১৬:০০, মে ০৮, ২০২৪

28 (8)

গত কিছুদিন ধরেই ফেসবুকে চলছে এক নতুন ট্রেন্ড। ফেসবুকের গ্রুপে গ্রুপে, আনাচেকানাচে যেখানেই চোখ যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে, সেকেন্ডহ্যান্ড এয়ার কুলার বিক্রির বিজ্ঞাপন। সবগুলো পোস্টের বিক্রির কারণ ও গল্প প্রায়ই একই—এয়ার কুলার কিনেছেন, কেনার পরদিনই নাকি ইউরোপের ভিসা হয়ে গেছে। বিদেশ চলে যাবেন তাই বিক্রি করে ফেলবেন সদ্য কেনা এয়ার কুলার।

শুরুতে কোনো একটা রিসেল ফেসবুক গ্রুপে এমন একটি পোস্ট দেখা যায়। ভিসা হয়ে যাওয়ায় সদ্য কেনা এয়ার কুলার বিক্রি করে দিবেন তিনি। এরপরই ধীরে আরও ফেসবুক গ্রুপও ভরে যায় এমন এয়ার কুলার বিক্রির খবরে। ধারণা করা হয়, কেউ একজন এয়ার কুলার কিনে কোন কারণে যান্ত্রিক কোনো জটিলতার সম্মুখিন হচ্ছিলেন। কিংবা তীব্র দাবদাহে রুম ঠান্ডা করতে অক্ষম ছিলো এই এয়ার কুলার। সেটিই কোনোভাবে বিক্রি করে ক্ষতি পোষানোর জন্য প্রথম কেউ একজন এয়ার কুলার বিক্রির এই মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করেন। সেখান থেকে জিনিসটা ছড়িয়ে পড়ে ফেসবুকে। 

এক পর্যায়ে পুরো বিষয়টিই ফেসবুকে হাসি-তামাশা আর ট্রলের বিষয়ে পরিণত হয়। অনেকে মজা করে এয়ার কুলারের ছবি দিয়ে দেয়া শুরু করেন এয়ার কুলার বিক্রির পোস্ট। সেখানে যদিও বিক্রির আরও অভিনব অনেক কারণ উঠে আসে। কেউ জানান, তিনি এয়ার কুলার কিনে এনে দেখেন শ্বশুরবাড়ি থেকে এসি পাঠিয়েছে, তাই বিক্রি করছেন। বিক্রির কারণ হিসেবে কেউ কেউ বলছেন, রুম অনেক ঠান্ডা হয়, উনি সহ্য করতে পারেন না। ঠান্ডায় নিউমোনিয়া বেঁধে যাওয়ায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কেউ বা জানান, এয়ার কুলার কিনে এনে দেখেন বাবা আরও একটা কুলার কিনে এনেছেন। সেজন্য একটা বিক্রি করে দেবেন।

একজন জানিয়েছেন, তিনি বয়ফ্রেন্ডকে গিফট করার জন্য এয়ার কুলার কিনেছেন। কিনে আনার ১০ মিনিট পরই ব্রেকাপ হয়ে যাওয়ায় এয়ার কুলারটি বিক্রি করে দিতে চাচ্ছেন।

তবে যত যাই হোক, ফেসবুক ট্রেন্ডে একটুখানি গা না ভাসালে তো আসলে সোশ্যাল মিডিয়া লাইফটা একটু ম্যাড়ম্যাড়েই লাগে। গা ভাসান। এয়ার কুলার কিনুন। কে জানে, আসলেই আপনার ইউরোপের ভিসা হলেও হয়ে যেতে পারে।

৬৮ পঠিত ... ১৬:০০, মে ০৮, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top