পোড়া কপালের প্রতিশব্দ হিসেবে আত্মপ্রকাশ করল রাফসান কপাল

২০২ পঠিত ... ১৬:২৪, মে ১৮, ২০২৪

3

সাম্প্রতিক সময়ে কপালের উপর দিয়ে বেশ ঝড়ই বয়ে যাচ্ছে দেশীয় কন্টেন্ট ক্রিয়েটর কাম ফুড ভ্লগার রাফসান দ্য ছোট ভাইয়ের। অডি কেনায় একদম বডি (পড়ুন বটি) ধার দিয়ে তার পেছনে লেগেছে লোকজন। লাইভে এসে সে ক্ষতি সামলে নেওয়ার চেষ্টা করলেও তার ইলেক্ট্রোলাইট ড্রিংক Blu অনুমোদনহীন এবং নোংরা পরিবেশে বানানোর খবরও সামনে চলে আসায়, এবার বাংলা একাডেমি অভিধানে পোড়া কপালের প্রতিশব্দ হিসেবে রাফসান কপাল যুক্ত করেছে।

বিষয়টির সত্যতা জানতে বাংলা একাডেমির এক স্বঘোষিত ভাষাবিদের নাম্বারে মিসড কল দেওয়া হলে তিনি কলব্যাক করে বলেন, রাফসানের উপর বয়ে যাওয়া ঝড়ের জন্য তার প্রতি সহমর্মিতা জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন থেকে পোড়া কপাল কিংবা গোদের উপর বিষফোড়ার মতো রাফসান কপালও আপনারা অফিশিয়ালভাবে ব্যবহার করতে পারবেন। তবে রাফসান কপাল ব্যবহার করতে হবে একটু বেশি পরিমাণে ক্ষতি হলে তখন।

অন্যদিকে এক স্ক্যান্ডালেই রাফসানের নামের প্রতিশব্দ বাংলা একাডেমির অভিধানে যুক্ত হয়ে যাওয়ায় প্রতিবাদ জানিয়েছেন এমন সব স্ক্যান্ডালের শিকার হওয়া অন্যসব সেলিব্রেটিরা। নিজের নাম প্রকাশ করতে না চাওয়া একই নামের আরেক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বলেন, কই আমার সময় তো উনারা এমন কিছু করল না। আমার কপাল তো শুধু পোড়া না একদম পোড়া পোড়া BBQ। উনাদের এই ধরনের রেসিজমের আমি তীব্র প্রতিবাদ জানাই।

২০২ পঠিত ... ১৬:২৪, মে ১৮, ২০২৪

Top