বরিশালের ভাষায় 'বরিশাইল্লা' পার্টি সং 'মোরা বরিশাইল্লা মনু'

৩২৫৭ পঠিত ... ২০:০৫, জুন ১৯, ২০১৯

আয়তনে ছোট দেশ হলেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভাষা ও জীবনাচরণে স্বতন্ত্র। তাই আমাদের দেশের মানুষদের মাঝে আঞ্চলিকতাবোধ যথেষ্টই লক্ষ্য করা যায়। পাশাপাশি এক অঞ্চলের মানুষদের নিয়ে অন্য অঞ্চলের মানুষদের রসিকতা, ঠাট্টা এসবও হরহামেশাই দেখা যায়। তবে আর সব অঞ্চলের চাইতে বরিশালের বাসিন্দাদের মাঝে আঞ্চলিকতাবোধ সম্ভবত একটু বেশিই যেন। সম্ভবত এই কারণেই বরিশাল নিয়ে অন্যান্য এলাকার মানুষজনের রসিকতাটাও একটু বেশি। ‘ডাইলে’ লবণ দেওয়া, ‘খ্যাতার গাট্টি’ নিয়ে শহরে আসা কিংবা লঞ্চের ছাদে করে ঢাকায় আসা, এমন আরও অসংখ্য বিষয় নিয়ে বন্ধুত্বপূর্ণ মশকরা সহ্য করতে হয় বরিশালের মানুষদের।

তবে সেসব ঠাট্টা, eআরকির জবাব খুব ভালো করেই দিয়েছেন কয়েকজন তরুণ। সম্পূর্ণ বরিশালের আঞ্চলিক ভাষায় তারা গেয়েছেন এক বরিশাইল্লা পার্টি সং ‘মোরা বরিশাইল্লা মনু’। এই গানে বরিশালের বিলাসবহুল সব লঞ্চ, কীর্তনখোলা নদী, স্বরূপকাঠির দইয়ের পাশাপাশি শোনা যাবে ‘খ্যাতা-বালিশ’, ‘ডাইল-লবণ’ সংক্রান্ত কথাবার্তাও। সজীব ভুঁইয়ার লিরিক এবং আদিব কবিরের মিউজিকে গানটি গেয়েছেন মুন রহমান ও আয়েশা মৌসুমী। আর গানের মাঝে একটি অংশে র‍্যাপ গেয়েছেন নাসিফ। গানটির পাশাপাশি আছে দূর্দান্ত এক মিউজিক ভিডিও। দেখে নিন মিউজিক ভিডিওটি আর শুনে ফেলুন বরিশাইল্লা পার্টি সং ‘মোরা বরিশাইল্লা মনু’।

 

 

৩২৫৭ পঠিত ... ২০:০৫, জুন ১৯, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top