বিভূতিভূষণের কালজয়ী 'চাঁদের পাহাড়' উপন্যাসের একটি দুর্দান্ত অডিও ভার্সন

২৩৬৫ পঠিত ... ০৫:৪৮, নভেম্বর ০১, ২০১৯

আজীবন প্রকৃতি আর প্রকৃতি ঘনিষ্ঠ মানুষের জীবন নিয়ে ছিলো বিভূতিভূষণে অপার কৌতূহল ও সহানুভূতি। জীবন ও প্রকৃতি তার কথাসাহিত্যে তাই উঠে এসেছে অদ্ভুত ও মোহনীয় সৌন্দর্য নিয়ে। আরণ্যক বা পথের পাঁচালি’র এই লেখক কিন্তু আফ্রিকার পটভূমিতে লিখেছেন অদ্ভুত শ্বাসরুদ্ধ রহস্যরোম্যান্সে ভরপুর বই ‘চাদের পাহাড়’।

মজার ব্যাপার হলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে কখনও আফ্রিকায় যাননি, কেবলমাত্র বইপত্র পড়ে আর ম্যাপ ঘেঁটে অর্জিত অভিজ্ঞতা দিয়ে এক অসাধারণ লেখনির মাধ্যমে পাঠককে তিনি নিয়ে গেছেন আফ্রিকার গহীনে, সাভানা আর নিঝুম অরণ্যের গোলকধাঁধার ভেতর দিয়ে। বিভূতিভূষণের জাদুকরী লেখায় মাঝরাতের সেসব অপরূপ সৌন্দর্য শুধু কাহিনীর প্রধান চরিত্র শঙ্করকে না, আপনাকেও মুগ্ধ করবে।

পড়ার মতো যথেষ্ট সময় আপনার হাতে না থাকলেও পুরো কাহিনীটি অনায়াসে শুনে ফেলতে পারেন এই অডিও ক্লিপে গিয়ে।

 

২৩৬৫ পঠিত ... ০৫:৪৮, নভেম্বর ০১, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top