কোন বানেগা স্লামডগ বিলিওনিয়ার!

১৭০ পঠিত ... ১৭:২৯, নভেম্বর ১৮, ২০২৩

3 (1)

‘কোন বানেগা স্লামডগ বিলিওনিয়ার’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দরখাস্ত জমা দেয়া শুরু হয়েছে। প্রতি পাঁচ বছর পর পর এই আসর বসে ভাগ্যের ডাক্তারের চেম্বারে। ডা ফেইট এই অনুষ্ঠানে লর্ড কর্ণওয়ালিশের চিরস্থায়ী বন্দোবস্তের বালিশ বিজয়ী বাছাই করেন।

স্লামডগেরা পড়িমরি করে উচ্চমূল্যে দরখাস্ত কেনে। দরখাস্তের পেছনে বিলিওনিয়ার হবার শর্ত দেখে তো তাদের চক্ষু চড়ক গাছে।

১#

মুসলমান প্রার্থীদের পাঁচওয়াক্ত নামাজ; অধিকন্তু তাহাজ্জুদের নামাজ পড়ার অভিজ্ঞতা থাকতে হবে।  ওমরাহ পালন ও মসজিদুন নব্বীতে কেন্দে দেবার অভিজ্ঞতা থাকতে হবে।

২#

শৈশবে মধুমতী-ঘাঘৌর নদীতে বালিহাঁস ধরার ও খালে বিলে গামছা দিয়ে কেঁচকি মাছ মারার দক্ষতার প্রমাণ থাকতে হবে।

৩#

শিশুকালে ফুটবল ও হাডুডু মাঠে প্রতিদ্বন্দ্বী দলকে বাইড়ায়ে মাঠ ছাড়া করে; ওয়াকওভারে জয়লাভের অভিজ্ঞতা থাকতে হবে।

৪#

বিভিন্ন মহল্লার স্লামডগদের গালি দিয়ে ভূত ছুটিয়ে দেবার প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। গালাগালি ও গোলাগুলি উভয় অভিজ্ঞতাই থাকতে হবে।

৫#

সংশ্লিষ্ট এলাকার মাতবরের নির্দেশ বিনাবাক্যব্যয়ে মেনে নেবার অভ্যাস থাকতে হবে। মাতবরকে তেলমালিশ ও তাকে তেলাঞ্জলি দিয়ে হাইড্রোসিল বাধিয়ে দেবার বাড়তি যোগ্যতা থাকতে হবে।

৬#

মুরগী-ডাব-খেজুরের রস চুরির দক্ষতা শৈশবে অর্জন করেছে কিনা! কৈশরে চাঁদাবাজির সুনাম এলাকায় ছড়িয়েছে কিনা; এর প্রত্যয়নপত্র এলাকার চুরি-চাঁদাবাজি সর্দারের কাছ থেকে আনতে হবে।

৭#

স্কুলের পরীক্ষায় নকল করার নিখুঁত অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষককে নিঃগৃহীত করার ঘটনা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৮#

ফেসবুকে সহমত ভাই বা স্যার বলে সহসভাপতি, পুলিশ ও প্রশাসকের পোস্টে তেলাঞ্জলি দেবার অভ্যাস থাকতে হবে।

৯#

পরিবারে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, স্বজনহানি, শরণার্থী হবার কোনো ঘটনা নেই; কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনর্গল জ্ঞান দেওয়ার অনুশীলন থাকতে হবে।

১০#

পরিবারে জামায়াত-বিজেপি গিজগিজ করছে কিন্তু ফট কইরা লোকজনকে ছাগু বলার দুঃসাহস থাকতে হবে।

১১#

ফেসবুকে শিক্ষিত প্রবীণ ব্যক্তিবর্গকে ‘চ’ বর্গীয় গালি দেয়ার স্ক্রিনশট বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে। বাস্তবে শিক্ষকের বাড়ির দরজায় ‘আবর্জনা ও মল’ ঢেলে দেয়ার অভিজ্ঞতা প্রযোজ্য।

১২#

দ্রব্যমূল্য আকাশ ছোয়ার পরে; পেয়াজ ছাড়া তরকারি রান্না, কুমড়ার বেগুনি, কাঁঠালের মাংসের বিরিয়ানি রান্না ও ডিম ডিপফ্রিজে রেখে দুইমাস পর সিদ্ধ করে ডিম বিরিয়ানি রান্না জানতে হবে।

১৩#

প্রতিপক্ষের মাথা ফাটিয়ে দিয়ে এসে হাসি হাসি মুখে বাইগার নদীতে মাছ ধরার ও হাঁস চরানোর অভিজ্ঞতা থাকতে হবে। দখল করা জমিতে পুঁদিনা ও ধনিয়া চাষ জানতে হবে।

১৪#

শোকের ক্যালেন্ডার ধরে ধরে তারিখগুলোতে কেঁদে দেবার ভিডিও রিল থাকতে হবে।

১৫#

মাত্র দশ সেকেন্ডে হেলমেট পরার ও ধারালো অস্ত্র নিয়ে শান্তি মিছিল করার প্রমাণ থাকতে হবে। ব্যালটে দ্রুততার সঙ্গে সিল মারার ও মৃতদের কবর থেকে তুলে ভোটকেন্দ্রে আনার গণতান্ত্রিক অনুশীলনের অভিজ্ঞতা থাকতে হবে।

১৬#

বানিয়ে ছানিয়ে উন্নয়নের ভাটের আলাপ করে নিজের গ্রামকে সিঙ্গাপুর ও এলাকার খালবিলকে ভেনিসের খালের সঙ্গে তুলনার দুঃসাহস থাকতে হবে।

১৭#

লজ্জা-ঘৃণা-ভয় সব করেছি জয় এর প্রত্যয়নপত্র আনতে হবে সাবেক স্লামডগ বিলিওনিয়ারদের কাছ থেকে।

১৮#

সিনিয়র সিটিজেন প্রার্থীদের চীনের কম্যুনিস্ট পার্টি অফিসের সামনে বসে চা খাওয়ার, ভারতের বিজেপি অফিসের সামনে বসে ভেলপুরি খাওয়ার ছবি থাকতে হবে। হজ্জ্ব ও তীর্থের দুই খণ্ড সাদা বস্ত্র পরিধানের প্রামাণিক ছবি অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। তরুণ হিন্দু প্রার্থীদের বিজেপি আইকন কঙ্গনা রানাউতের সঙ্গে তোলা সেলফি জমা দিতে হবে। ফেসবুকে প্রগতিশীলতার বয়ানের স্ক্রিনশট জমা দিতে হবে সেই সঙ্গে।

১৯#

বংশে টং করে রাগ উঠে হাটের মধ্যে নিরীহ লোকের মাথা ফাটিয়ে দেবার গোস্বাজিন অগ্রাধিকার বলে বিবেচিত হবে।

২০#

পরিবারে ছাতা সারাই, ভিক্ষাবৃত্তি, চুরি, ডাকাতি ও বালি খাওয়ার নজির থাকতে হবে। মহল্লার মাতবরের কাছ থেকে "ঠগী বংশের রক্ত" হিসেবে সত্যায়িত প্রত্যয়ন পত্র হাজির করতে হবে। পরিবারে কেউ পরিশ্রম করে খেতো এরকম প্রমাণ পেলে প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

২১#

নারী প্রার্থীদের মাথায় ঘোমটা দেয়া, পর্দা করার ফ্যাশন ফটো তুলে দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে। বায়োপিক দেখে কেন্দে দেবার রিল দেখাতে হবে ডা ফেইটের সামনে। মাথায় তেলপানি বসানো ও উকুন তুলে দেবার অভিজ্ঞতাকে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

১৭০ পঠিত ... ১৭:২৯, নভেম্বর ১৮, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top