রক্ত যাবে না বৃথা

৫১১ পঠিত ... ০০:১১, মার্চ ২০, ২০১৯

 

 

আহাজারি করে যতই কাঁদুক

তোমার মাতা বা পিতা

রাজপথে তুমি প্রাণ দান কর,

রক্ত যাবে না বৃথা।

 

মরিলে তোমার নামটা লিখিব

মাথার উপরে, ব্রিজে।

তোমাকে মারিতে সব বাস রেডি,

বাঁচিতে পারিবে নিজে?

৫১১ পঠিত ... ০০:১১, মার্চ ২০, ২০১৯

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top