আহাজারি করে যতই কাঁদুক তোমার মাতা বা পিতা রাজপথে তুমি প্রাণ দান কর, রক্ত যাবে না বৃথা। মরিলে তোমার নামটা লিখিব মাথার উপরে, ব্রিজে। তোমাকে মারিতে সব বাস রেডি, বাঁচিতে পারিবে নিজে?
পাঠকের মন্তব্য