টাকার রচনা

২২৯৬ পঠিত ... ১৫:১৬, ডিসেম্বর ৩১, ২০১৮

টাকা তিন বেলা পেট ভরে খায়।
টাকা চায়নিজ রেস্তোরায় যায়। হাসে । টাকা গান গায়।
সোনারগাঁয়ে লাঞ্চ করে টাকা। টাকা মিলাদ দেয়।
এক বেলা কাঙালি ভোজের আয়োজন করে। 
টাকা কোরবানির গরু কেনার প্রতিযোগীতায় নামে।
গরুর গলায় মালা ঝোলে ক্রেতা জিন্দাবাদ পায়।

টাকা পাঁচশ পঞ্চান্ন সিগারেট খায়। টাকা মুচকি হাসে।
টাকা বারে, সোনারগাঁয়ে মদের বিল দেয়- পাঁচ, সাত,
দশ হাজার, আরো বেশি- কখনো আরো বেশি।
টাকা বিদেশী স্যুট পরে, বিদেশী জুতোয় ঢাকে শ্রীচরন, চরনের ছিরি।
টাকা কাঞ্জিভরন পরে, সাউথ ইন্ডিয়ান সিল্ক, অর্ডারি জামদানী
মিহি মসলিন। টাকা ঢাকা ক্লাবে যায়। গলফ্স খ্যালে।
তিন তাসে মগ্ন হয় টাকা। টাকা নাচে। স্তন কোমর
নিতম্ব ঝাঁকিয়ে, সঙ্গমের ভঙ্গিতে নাচে টাকা। টাকা হুররে।
টাকা হাহ্ হা। টাকা খিলখিল। টাকা ঝুম চাক। টাকা চাকবুম।
টাকা বুমবুম। টাকা মার্কিন। টাকা দিল্লী। টাকা ব্যাংকক।
টাকা থাইল্যান্ড। টাকা সৌদি।

সঙ্গমে রুচি ফিরিয়ে আনতে টাকা স্ত্রী বদল করে। টাকা চেঞ্জে যায়,
টাকা সংবাদ সম্মেলন করে। টাকা বক্তৃতা দেয়।
টাকা বক্তৃতা লেখায়। জীবনটা ছাপে।
টাকা মার্সিডিজে চ’ড়ে গুলশান যায়, ধানমন্ডি যায়।
টাকা মোজাইক মসৃন বাড়িতে থাকে, কার্পেটে পা ডুবিয়ে হাঁটে।
টাকা কমোডে হাগে, বাথটবে নায়।

আয়া-চাকর-আর্দালি-আবৃত টাকা ইনসোমনিয়ায় ভোগে।
টাকা ভেলিয়াম খায়। প্রেসারে ভোগে। ডায়বেটিকে সদস্য হয়।
চর্বি কমাতে টাকা জগিং করে। টাকা বিউটি পার্লারে যায়।
টাকা লেজবিয়ান ক্লাব করে; সমকামে সমর্পন করে গতপ্রায় যৌবন।
টাকা মিক্সড পার্টি করে।
টাকা রঙিন টিভি দ্যাখে- সকাল সন্ধ্যা- ডালাস বাংলা ছবির
চর্বিময় পাছা, সলিড গোল্ড- নিকশিত হেম মনে খাঁটি সোনা
টাকা খাঁটি সোনা দ্যাখে।

টাকা হজ্ব করে। মক্কা শরীফ যায়। টাকা যাকাত প্রদান করে
সম্প্রদান করে না। টাকা আজমীর যায়। আটরশি যায়।
টাকা ওরসে উটের মিছিল পাঠায়। রাজপথে মিছিল নামে 
সজ্জিত গরু ও খাসির। টাকা শান্তি চায়।

টাকা আন্দোলন চায় না। শ্লোগান চায় না।
টাকা সম্পদের সুষম বন্টন বোঝে না।
টাকা কিন্ডারগার্টেনে পড়ে। টাকা নোংড়া মানুষের সাথে 
মেশে না।
টাকা হলিক্রসে পড়ে, নটরডেম এ পড়ে।
টাকা বিশ্ববিদ্যালয়েও আসে।
টাকা টাকা পি.জি-তে চিকিৎসা করায়।
টাকা বেশ্যা বাড়ি যায়। টাকা সামাজিক বেশ্যা পোষে।

টাকা গুলি ছোঁড়ে। দাবী আদায়ের মিছিলে
লেলিয়ে দেয় শান্তিরক্ষা বাহিনী।
টাকা বুটের তলায় পিষে মারে গুলিবিদ্ধ শেফালিকে।
টাকা পুলিশের চোখ উপড়াতে বাধ্য করে।
টাকা ঝাপিয়ে পড়ে নিরস্ত্র মানুষের উপর।
টাকা ছাত্রাবাসের কক্ষ পোড়ায়।
টাকা লাস গুম করে, টাকা প্রেস নোট দেয়।
সংবাদপত্রের ঘাড়ে বসে থাকে পি.আই.ডির ফেরেস্তা, কেরামুন কতেবিন
টাকা হাসে। টাকা সভাপতি হয়, বক্তৃতা করে।

২২৯৬ পঠিত ... ১৫:১৬, ডিসেম্বর ৩১, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top